আধুনিক ফুটবলের ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। তবে গত প্রায় দেড় বছর সময় ধরে নেইমারকে ছাড়াই খেলতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে নেমে তিনি চোটে পড়েছিলেন। এই চোট তার ক্যারিয়ার থেকে কেড়ে নিয়েছে দেড় বছর সময়।
সুস্থ হয়ে নেইমার আবার মাঠে ফিরেছেন গত বছরের শেষদিকে, ফেরার পর আল হিলালকে বিদায় জানিয়ে নাম লিখিয়েছেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। নিজের শৈশবের এই ক্লাবের হয়ে দারুণ ছন্দেও আছেন তিনি। চার ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এদিকে চলতি মাসের শেষদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সেলেসাও তারকা।
বিজ্ঞাপন
আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে ঘোষিত ব্রাজিলের চূড়ান্ত দলে নেইমারকে নিয়ে দল ঘোষণা করেছে ব্রাজিল। তবে চোটের ভয়াল থাবা থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না নেইমারের। আবারও চোটে পড়েছেন তিনি। ঊরুতে অস্বস্তি বোধ করায় সান্তোসে শেষ ম্যাচে ছিলেন বেঞ্চে। ম্যাচ না খেললেও জমিয়ে পার্টি করছেন নেইমার!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলিয়ান লেখক কাসাগ্রান্দে জুনিয়র লিখেছেন, ‘সে সেমিফাইনালের বদলে কার্নিভ্যালকে বেছে নিয়েছে। নেইমারের গত পাঁচ বছরের আচরণ আবার ফিরেছে। সে নিজের মজা ও আনন্দের জন্য পেশাদারির দিকও বদল ফেলে।’ আরেক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘সে কখনো বদলাবে না।’ অন্য একজনের মতো এমন, ‘চোট নিয়ে নেইমারের কার্নিভ্যালে যাওয়া তার নিবেদন নিয়ে প্রশ্ন তোলে।’
চোটের মাঝেও এমন উপস্থিতি মেনে নিতে পারছেন না অনেক ভক্ত-সমর্থক। সমালোচনার মুখে পড়েছেন তিনি। নেইমার যে পার্টি করতে খুব পছন্দ করেন এটা সবার জানা। কিন্তু চোটও তার কার্নিভালে যাওয়া ঠেকাতে পারেনি। অনেকেই বলছেন, সমালোচকদের মুখ বন্ধ করতেই সেমির আগে নেইমারের ওই কান্নার ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে তিনি বলেছিলেন, ‘এ ধরনের মুহূর্ত খুবই কঠিন। যদি সম্ভব হয় আপনারা আমার পাশে থাকবেন।’
বিজ্ঞাপন
নেইমারের চোটের বিষয়ে তার শৈশবের ক্লাব সান্তোসের পক্ষ থেকে নিশ্চিত করে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো জানান, নতুন করে চোট পেয়েছেন তারকা ফরোয়ার্ড। 'নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করছিলেন, সেই কারণেই (স্থানীয় সময়) গত রাতে সান্তোস স্কোয়াডে ছিলেন না তিনি।'
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার নিজেই এ বিষয়ে কিছুটা খোলাসা করেন। 'আমি আজ পুরোপুরিভাবে মাঠে থাকতে চেয়েছিলাম। সতীর্থদের কোনো না কোনোভাবে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত গত বৃহস্পতিবার আমি কিছুটা অস্বস্তি অনুভব করি। আর তাই আজ মাঠে থাকতে পারিনি।'
তিনি যোগ করেছেন, 'সকালে আমার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করেছি। দুর্ভাগ্যজনকভাবে, এসব ফুটবলের অংশ। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য লড়াই করব।'