সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের, থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের

বছরের শুরুতে বিসিবির নানা চ্যালেঞ্জের একটা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ। বিসিবি ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করেনি। পরিবর্তন, পরিমার্জন হলেও গেল দুই বছর যেই সংখ্যাটা ছিল ২১। তবে এবার মোটে চারটা টেস্ট খেলবে টাইগাররা। সঙ্গে আছে ক্রিকেটারদের অফফর্ম। তাইতো খুব একটা বাড়ছে না সেই সংখ্যা। এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও মমুশফিকুর রহিমকে চুক্তিতে রাখা নিয়ে হয় নানা জল্পনা। 

কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ-মুশফিককে রেখেই প্রাধমিক তালিকা প্রস্তুত করেছিল বিসিবি। তবে সম্প্রতি মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়ে থাকে। আর সর্বশেষে রিয়াদ বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে। 


বিজ্ঞাপন


২০২৫ সালের রিয়াদ কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেও তার অনুরোধ রেখে বিসিবি এই চুক্তির মেয়াদ রেখেছে মাত্র ২ মাস। অর্থাৎ, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই শুধু কেন্দ্রীয় চুক্তি বাবদ পারিশ্রমিক পাবেন রিয়াদ। মার্চ মাস থেকে আর চুক্তিতে থাকবে না তার নাম।

এদিকে মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তাকে জায়গা দেওয়া হয়েছে 'বি' গ্রেডে, যেখানে ইতিপূর্বে 'এ' গ্রেডে তাকে রাখার প্রস্তাব দিয়েছিলেন নির্বাচকরা। তবে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ‘এ’ গ্রেডের পারিশ্রমিকই পাবেন মুশফিক।

২০২৫ সালে বিসিবির কেন্দ্রী চুক্তিতে থাকছেন যারা-

এ বছরের জন্য প্রস্তাবিত চুক্তি তালিকা ফরম্যাটভিত্তিক না করে ক্যাটাগরিভিত্তিক করার প্রস্তাব করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো এ+, এ, বি, সি, ও ডি। যেখানে এ+ গ্রেডের পারিশ্রমিক ১০ লাখ, 'এ' গ্রেডের ৮ লাখ, 'বি' গ্রেডের ৬ লাখ, 'সি' গ্রেডের ৪ লাখ আর 'ডি' গ্রেড পাবে ২ লাখ 


বিজ্ঞাপন


'এ+' ক্যাটাগরি

এক মাত্র তাসকিন।

'এ' ক্যাটাগরি

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

'বি' ক্যাটাগরি 

মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, মুশফিক ও নাহিদ রানা। ( রিয়াদের নাম মার্চ থেকে অর্থাৎ চলতি মাস থেকেই আর কেন্দ্রীয় চুক্তির জন্য বিবেচ্য নয়)

'সি' ক্যাটাগরি

সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান।

'ডি' ক্যাটাগরি

নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর