মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

আইপিএল না খেলার সিদ্ধান্তে নিষেধাজ্ঞার মুখে ব্রুক!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

আইপিএল না খেলার সিদ্ধান্তে নিষেধাজ্ঞার মুখে ব্রুক!

আইপিএল না খেলার সিদ্ধান্তে নিষেধাজ্ঞার মুখে ব্রুক!

গত আসরেও দল পেয়ে শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক এবারও ভালো দামেই বিক্রি হয়েছিলেন আইপিএলের নিলামে। তবে গত আসরের মতো এবারও শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক। আর এতেই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কা জেগেছে ব্রুকের।


বিজ্ঞাপন


এবারের নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ব্রুককে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টের শুরু থেকেই দিল্লির হয়ে মাঠে নামার কথা ছিল এই মারকুটে ব্যাটারের। তবে টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রুক।

এর আগে ২০২৪ আইপিএলের নিলাম থেকে ব্রুককে ৪ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু দাদির মৃত্যুতে পরিবারের পাশে থাকতে গত বছর তিনি খেলেননি। আর এবারের মেগা নিলামে তার দাম ওঠে ৬ কোটি ২৫ লাখ রুপি। এবারও তাকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু আইপিএলের ১৮তম আসর শুরুর মাত্র ১২ দিন আগে সরে দাঁড়ালেন ব্রুক। ২০২৫ আইপিএলে না খেলার কারণ হিসেবে তিনি জাতীয় দলের জন্য প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। যেখানে ধারণা করা হচ্ছে, বাটলারের জায়গায় ব্রুককে সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক বানাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২৬ বছর বয়সী ব্রুক টেস্ট দলেরও নিয়মিত সদস্য। বোর্ডের সঙ্গে তিন সংস্করণেরই চুক্তি আছে তার। কেন্দ্রীয় চুক্তির মেয়াদ বাকি আরও ১৮ মাস। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ ঠিকঠাকভাবে করতেই ব্রুক ২০২৫ আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


আইপিএলের নিয়ম অনুযায়ী, ইনজুরি কিংবা গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া নিলামের পর আইপিএল থেকে সরে গেলে দুই বছরের জন্য টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হতে পারে সেই ক্রিকেটারকে। ব্রুকের সরে দাঁড়ানোর পেছনে যদি গ্রহণযোগ্য কারণ খুঁজে না পায় আইপিএল কর্তৃপক্ষ, তাহলে আগামী দুই আসরে আইপিএলে খেলতে পারবেন না ব্রুক। ২২ মার্চ শুরু হবে এবারের আইপিএল। নিজেদের প্রথম ম্যাচে ২৪ মার্চ মাঠে নামবে দিল্লি।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর