চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে ডেরিল মিচেলের ৬৩ আর মাইকেল ব্রেসওয়েলের ৫৩ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ গড়ে কিউইরা। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার দাপুটে ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা পেয়েছিল ভারত। তবে শুবমান গিলের পর বিরাট কোহলিও দ্রুতই ফেরায় চাপে পড়েছে ভারত।
ওপেনিংয়ে শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়েই খেলছেন রোহিত শর্মা, তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন শুবমান গিল। ভারতীইয় অধিনায়ক ইতোমধ্যেই নিজের ব্যক্তিগত ফিফটির দেখা পেয়েছেন।
বিজ্ঞাপন
আগে ব্যাট করতে নেমে কিউই বোলারদের বিপক্ষে আজ শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলছেন রোহিত। গিল রক্ষণাত্মক খেললেও চার-ছয়ের পসরা সাজিয়েছেন ভারতের অধিনায়ক।
কিউই বোলারদের বিপক্ষে আগ্রাসী ভঙ্গিতে খেলে আজ ৪১ বলে ফিফটির দেখা পায় রোহিত। প্রথম পাওয়ার প্লে তে গিলকে সঙ্গে নিয়ে তিনি স্কোরবোর্ডে তুলেন ৬৪ রান। এ দুজনের জুটিতেই দলীয় ১০০ রানের সংগ্রহ পার করে ভারত। তবে ১০৫ রানে মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপ্সের বিস্ময়কর এক ক্যাচে সাজঘরের পথ ধরতে হয় গিলকে। ফেরার আগে তিনি ৫০ বলে করেন ৩১ রান।
এদিকে গিল ফেরার পর ক্রিজে রোহিতের সঙ্গী হন কোহলি। তবে অভিজ্ঞ এই ব্যাটার আজ দলের হাল ধরতে পব্যর্থ হয়েছেন। রানের খাতা খুললেও দুই অঙ্কের দেখা পাননি তিনি। ২ বলে ১ রান করে কোহলি সাজঘরে ফিরেছেন ব্রেসওয়েলের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে। এরপর ক্রিজে রোহিতের সঙ্গী হয়েছেন শ্রেয়াস আইয়্যার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান, রোহিত অপরাজিত আছেন ৭০ রানে।