চলতি মাসেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এর আগে আলবিসেলেস্তে সমর্থকরা দুশ্চিন্তায় পড়েছিলেন লিওনেল মেসিকে নিয়ে। মেসিকে নিয়ে চোটের কোনো খবর অবশ্য পাওয়া যায়নি, তবুও ইন্টার মিয়ামির সবশেষ দুই ম্যাচে মাঠে দেখা যায়নি তাঁকে। এ কারণে আর্জেন্টাইন জাদুকরকে নিয়ে উৎকণ্ঠায় ছিলেন ভক্তরা।
তবে মেসি চোটে পড়েননি, তিনি ভালো আছেন বলেই জানিয়েছেন মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো। হিউস্টন ডায়নামোর পর চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচেও মাঠে ছিলেন না মেসি। তবে চোটের কারণে তাঁকে খেলানো হয়নি- বিষয়টি এমন নয় বলেই জানিয়েছেন মাশ্চেরানো।
বিজ্ঞাপন
মিয়ামি আজ রাতে মাঠে নামবে শার্লট এফসির বিপক্ষে। এর আগে অনুশীলনে দেখা গেছে মেসিকে। আর তাঁকে নিয়ে মিয়ামির কোচ বলেন, “লিও (মেসি) আগের চেয়ে অনেক ভালো আছে এখন। আমরা আশাবাদী যে, যদি সবকিছু ভালোভাবে এগোয়, তাহলে তার (ম্যাচ খেলার) তালিকায় থাকার সম্ভাবনা আছে। আমরা দেখব। এখনও অনুশীলনের বাকি আছে আমাদের। অনুশীলন বাকি থাকতেই কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারি না আমি।”
চোট সমস্যা না থাকলেও মেসি পেশির ক্লান্তিতে ভুগছিলেন। এ কারণেই তাঁকে সবশেষ দুই ম্যাচে খেলানো হয়নি বলেই জানিয়েছেন মাশ্চেরানো। তিনি বলেন, “মেডিকেল টিম আমাকে বলেছে, তার কোনো চোটাঘাত নেই। তবে তার পেশির অবসাদজনিত ব্যাপার ছিল। কয়েকদিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা, আবহাওয়ার পরিবর্তন ও আরও নানা কিছু মিলিয়েই এটা হয়েছে।”
শতভাগ ঠিক না থাকলেও কোনো ফুটবলারকেই খেলাবেন না জানিয়ে মিয়ামির কোচ আরও বলেন, “আমার চেয়ে বেশি তো কেউ চায় না যে লিও খেলুক। কারণ আমি জানি, ওকে নিয়ে আমরা আরও বেশি শক্তিশালী। নিজের পায়ে গুলি করার মতো পাগল তো আমি নই। তবে কিছু পরিস্থিতি আছে, প্রতিটি দিন ধরে পর্যালোচনা করতে হয়। শুধু লিওর ক্ষেত্রেই নয়, সব ফুটবলারের ক্ষেত্রেই আমাকে নিশ্চিত করতে হবে, তারা যেন শতভাগ ঠিক থাকলে। নইলে অযথা ঝুঁকি নেব না।”
বিজ্ঞাপন