মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। রোহিত শর্মারদের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউইদের অধিনায়ক মিচেল স্যান্টনার। এরপর ব্যাট করতে নেমে দলকে ভালো শুরুই এনে দিয়েছিলেন দুই ওপেনার রাচীন রবীন্দ্র ও উইল ইয়াং। তবে এরপর বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। 

আগে ব্যাট করতে নেমে আজ শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়েই খেলেছেন রবীন্দ্র। ইয়াংকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে তিনি স্কোরবোর্ডে তুলেছিলেন ৫৭ রান। এরপর বরুণের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন ইয়াং। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ১৫ রান করেছেন ইয়াং। 


বিজ্ঞাপন


ইয়াং ফেরার পর ক্রিজে রবীন্দ্রর সঙ্গী হন কেইন উইলিয়ামসন। সেমিফাইনালে এ দুজন মিলে বড় জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দিলেও আজ আর তা হয়নি। বরুণের পর কিউইদের ব্যাটিং লাইন আপে জোড়া আঘাত হানেন কুলদীপ। 

দলীয় ৬৯ রানে কুলদীপের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন রবীন্দ্র। ফেরার আগে তিনি ২৯ বলে করেছেন ৩৭ রান। এরপর উইলিয়ামসনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, বড় ম্যাচে দলের হাল ধরতে ব্যর্থ হয়ে কিউইদের সাবেক এই অধিনায়কও সাজঘরে ফিরেন কুলদীপের শিকার হয়েই। ফেরার আগে তিনি ১৪ বলে করেছেন ১১ রান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর