বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

‘কিছু দল জেতে স্কিল দিয়ে, কোনো দল সূচি দিয়ে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

‘কিছু দল জেতে স্কিল দিয়ে, কোনো দল সূচি দিয়ে’

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সবশেষ শিরোপা জিতেছিল ২০১৩ সালে। আরও একবার এ শিরোপা জয়ের সুযোগ এবার দলটির সামনে। এবারের আসরের ফাইনালে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছেন রোহিত শর্মারা। এদিকে কিউইদের বিপক্ষে ভারত শিরোপার লড়াইয়ে নামার আগেই দলটিকে নিয়ে খোঁচা দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জুনাইদ খান।

পাকিস্তানের জার্সিতে ২২ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলা সাবেক এই বাঁহাতি পেসার বর্তমানে দেশটির নারী জাতীয় দলের সহকারী কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ভারতকে খোঁচা দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


সাবেক এই পেসার এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের মাঝে ভ্রমণের দূরত্ব-

নিউ জিল্যান্ড: ৭১৫০ কিলোমিটার

দক্ষিণ আফ্রিকা: ৩২৮৬ কিলোমিটার

ভারত: ০ কিলোমিটার


বিজ্ঞাপন


কিছু দল জেতে স্কিল দিয়ে, কোনো দল সূচি দিয়ে।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে আরও আগে থেকেই। ভারত ছাড়া বাকি সব দলকেই এবারের আসরে একাধিক ভেন্যুতে ভ্রমণ করতে হয়েছে গ্রুপ পর্ব ও নক আউট পর্বের ম্যাচ খেলার জন্য। ব্যতিক্রম শুধু ভারত।

পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানানোয় ভারতের ম্যাচগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। অন্যান্য দলগুলোকে যখন নিজেদের ম্যাচগুলো খেলার জন্য ভ্রমণের ধকল নিতে হয়েছে, খেলতে হয়েছে অচেনা কন্ডিশনে তখন রোহিত শর্মারা একই ভেন্যুতে খেলছেন সব ম্যাচ। এমনকি রোহিত শর্মারা সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটিও খেলছে সেই একই ভেন্যুতেই।

ভারতকে তাই এবারের আসরে ভ্রমণের ধকল পোহাতে হচ্ছে না, ম্যাচগুলোও খেলছে চেনা কন্ডিশনে একই মাঠে। তাই রোহিত শর্মার দল টুর্নামেন্টে বাড়তি সুবিধা পাচ্ছে এমন অভিযোগ করেছেন সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর