দেখতে দেখতে আজ পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ১৯ দিনের এই টুর্নামেন্ট মাঠে গড়ায় ১৯ ফেব্রুয়ারি। আজ ফাইনালে শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। এমন ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের হতাশার বিষয়, এ ম্যাচে থাকছেন বোলিং আক্রমণের প্রাণ ম্যাট হেনরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। যা তাকে এ ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। অথচ ভারতের বিপক্ষে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন তিনি। হেনরির বদলে দলে একাদশে যুক্ত হয়েছে নাথান স্মিথ। পুরো আসরে মাত্র একটি ম্যাচ খেলেছেন এ পেস বোলিং অলরাউন্ডার। অপরদিকে ভারত অপরিবর্ত একাদশ নিয়ে মাঠে নামছে আজকে।
বিজ্ঞাপন
এই টুর্নামেন্টে গ্রুপ পর্বেই দুবাইয়ে দুই দল মুখোমুখি হয়েছিল। সেখানে ভারতের কাছে পরাস্ত হয়েছে নিউজিল্যান্ড। এবার অবশ্য কিউইদের নিজেদের ভুল শুধরে নেওয়ার পালা। ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি ভারতের। ব্যবধান ৬১-৫০। সেখানে একটি টাই হওয়ার পাশাপাশি ফলাফল আসেনি ৭টিতে। সাম্প্রতিক সময়ে অবশ্য ভারতেরই আধিপত্য। নিউজিল্যান্ড ৪-০ ব্যবধানে জয়ের পর সর্বশেষ ৬ ম্যাচে জিতেছে ভারতীয় দল।
আইসিসি ইভেন্টে অবশ্য দুই দল সমানে সমান, ব্যবধান ৬-৬। তার মধ্যে বিশ্বকাপে ৫-৫ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১-১। সর্বশেষ তিন লড়াইয়ে ভারত শেষ হাসি হেসেছে। আইসিসি নকআউট ম্যাচের ক্ষেত্রে নিউজিল্যান্ডের জয়ের ব্যবধান বেশি। ৩-১ ব্যবধানে এগিয়ে তারা। তার মধ্যে রয়েছে ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুন চক্রবর্তী।
নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।