চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ফাইনালে আজ রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। ২০১৭ সালে সর্বশেষ আসরটি পাকিস্তান জিতেছিল। এবার শিরোপা ঘরে তুলবে? ম্যাচ শুরু হবে বিকাল ৩টায়। ভারতের বিপক্ষে ফাইনালের লড়াইয়ে নামার আগে সব ধরনের কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার কথাই জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে মাঠের লড়াইয়ে নামার আগে কিউইরা দুঃসংবাদ পেয়েছে ম্যাট হেনরিকে নিয়ে।
নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম ভরসার নাম হেনরি। ২০২৩ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরেও সবচেয়ে বেশি উইকেট তারই। কিউই এই পেসার ৪ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
বিজ্ঞাপন
তবে চোটের কারণে ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে হেনরির খেলা হচ্ছে না। টসের আগে সামাজিক যোগাযোগ মাধম টুইটারে এক পোষ্টে নিশ্চিত করেছে ব্লাকক্যাপ্সরা।
শেষ চারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সময় তিনি কাঁধে চোট পেয়েছেন। প্রোটিয়া ব্যাটার হাইনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন তিনি।
তবে চোট পাওয়ার পর সেই ম্যাচে আরও দুই ওভার বোলিং করতে দেখা গেছে হেনরিকে। সে কারণে তার চোট গুরুতর কিছু নয় বলেই ধারণা করা হয়েছিল। তবে সেই চোটই কাল হয়ে দাঁড়িয়েছে কিউইদের। ফাইনালের লড়াইয়ে তাকে ছাড়াই নামতে হচ্ছে ব্লাকক্যাপ্সদের।
বিজ্ঞাপন