ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্রাদার্স। আগে ব্যাট করতে নেমে নাঈম শেখের ১৭৬ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান করেছে প্রাইম ব্যাংক।
তাতে ডিপিএলে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে দলীয় সংগ্রহে চার শ রানের দেখা পেয়েছে প্রাইম ব্যাংক।
বিজ্ঞাপন
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এদিন দারুণ শুরু করেন সাব্বির হোসেন ও নাঈম। ওপেনিং জুটিতেই জমা করেন ১৪০ রান। ৬৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করে সাব্বির সাজঘরে ফিরলে নাঈমের সঙ্গী হন জাকির হাসান।
এরপর ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের শাসন করেন নাঈম। মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরিটা আজ পেয়েই যাবেন তিনি। নাঈমের সামনে সুযোগ ছিল সৌম্য সরকারের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট 'এ' তে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার। তবে সেটা আর হয়ে ওঠেনি।
সালাউদ্দিন শাকিলের বলে অলক কাপালির তালুবন্দি হওয়ার আগে নাঈম খেলেন ১২৫ বলে ১৮ চার ৮ ছক্কায় ১৭৬ রানের ইনিংস। ৮ ছক্কার ছয়টিই নাঈম হাঁকান ব্রাদার্সের পেসার নূর হোসেনের বলে। বাকি দুটি ছক্কা হজম করেন সোহাগ গাজী।
শেষদিকে আব্দুল্লাহ আল মামুন ও সাজ্জাদুলের নৈপুণ্যে চারশ ছাড়ানো সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ২২ বলে ৩ ছক্কা ও ৩ চারে ৪০ রান করে মামুন আউট হলেও ফিফটি তুলে নেন সাজ্জাদুল। ৩৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন তিনি।
বিজ্ঞাপন
এছাড়া শেষদিকে নেমে ৮ বলে ৪ চারের মারে ১৭ রান করেন রিশাদ হোসেন। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আল আমিন।