পর্দা নামতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। আজ দুবাইয়ে নবম আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। আইসিসি কোনও টুর্নামেন্ট কিংবা জনপ্রিয় ক্রীড়া ইভেন্টে বাজি ধরা বা বড় অঙ্কের বেটিংয়ের ঘটনা নতুন কিছু নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরেও ঘটছে এমন অনেক ঘটনা। এবারের আসরের ভারত নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে ৫ বিলিয়ন রুপি বাজি ধরেছে জুয়াড়িরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০০ কোটি টাকা।
এসব ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তারও করেছে দিল্লি পুলিশ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে আন্তর্জাতিক বুকি বা জুয়াড়িদের কাছে পছন্দের দল ভারত। তাদের অনেকে আবার আন্ডারওয়ার্ল্ড কার্যক্রমের সঙ্গে জড়িত। তারা বলছে, প্রতিটি বড় ম্যাচের জন্যই দুবাইয়ে বিশ্বের বড় বুকাররা জড়ো হয়। ভারতীয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের গ্যাং ‘ডি কোম্পানি’ও দুবাইয়ের বড় ক্রিকেট ম্যাচের সঙ্গে সম্পৃক্ত।
বিজ্ঞাপন
ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের আগেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজি ধরেছে অভিযুক্ত জুয়াড়িরা। ফাইনালের আগে এমন অন্তত ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে দিল্লির অপরাধ বিভাগ। যারা সেমিফাইনাল ম্যাচের সময় জুয়ায় জড়িত ছিল। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে অনুসন্ধানী দল দুবাই পর্যন্ত পৌঁছে গেছে।
পুলিশের হাতে ধরা পড়া দুই বুকি পারভিন কোচার ও সঞ্জয় কুমার ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচে বেটিং করেছিলেন। এ কাজে ব্যবহৃত মোবাইল-ল্যাপটপসহ তাদের হাতেনাতে ধরে পুলিশ। এছাড়া সংশ্লিষ্ট আরও কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিও জব্দ করা হয় তাদের কাছ থেকে।