ইংলিশ প্রিমিয়ার লিগে আজ কলাম হাডসন-ওডোয়ের শেষ মুহূর্তের অসাধারণ গোলে ম্যানচেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে নটিংহ্যাম ফরেস্ট। এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগের টিকিট পাওয়ার দৌড়ে আরও শক্ত অবস্থানে পৌঁছেছে নটিংহ্যাম। অন্যদিকে ম্যানসিটির জন্য এই হার মড়ার উপর খাঁড়ার ঘা। প্রতিপক্ষের মাঠে এই হারে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছে সিটিজেনরা।
সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ হলেও, ম্যাচের বেশিরভাগ সময়ই গোলশূন্যভাবে এগোচ্ছিল। তবে ৮৩তম মিনিটে মর্গান গিবস-হোয়াইটের এক অসাধারণ ক্রস-ফিল্ড পাস নিয়ন্ত্রণে নিয়ে হাডসন-ওডোই বল নিয়ে এগিয়ে যান, কাট ইন করে শট নেন এবং এডারসনের নিকটবর্তী পোস্ট দিয়ে বল জালে পাঠান।
বিজ্ঞাপন
পুরো ম্যাচ জুড়ে ম্যানচেস্টার সিটি বলের দখল বেশি রাখলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। প্রথমার্ধে নিকো গঞ্জালেজ একটি শক্তিশালী শট নিয়েছিলেন যা পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে কেভিন ডি ব্রুইনা মাঠে নামার পরও আক্রমণে তেমন কোনো পরিবর্তন আনতে পারেননি গার্দিওলার দল।
এই জয়ের ফলে নটিংহ্যাম ফরেস্ট ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে এবং তাদের চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন আরও শক্তিশালী হয়েছে। অন্যদিকে, ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এখন চেলসি ও নিউক্যাসলের চাপের মুখে পড়েছে। আগামীকাল লেস্টারের বিপক্ষে চেলসি জিতলে চার থেকে পাঁচে নেমে যাবে সিটি এবং চারে উঠে আসবে চেলসি। নিউক্যাসলের সুযোগ আছে পয়েন্টে সিটিকে ধরে ফেলার।
এই জয় নটিংহ্যাম ফরেস্টের জন্য আরও বিশেষ। ১৯৯৭ সালের পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের প্রথম জয়। সিটি গ্রাউন্ডে উপস্থিত ৩০,০০০ দর্শক এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে।