মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

ফাইনালের আগে রোহিতের অবসরের ব্যাপারে যা বললেন গিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

ফাইনালের আগে রোহিতের অবসরের ব্যাপারে যা বললেন গিল

টানা তিন বছরের মধ্যে আইসিসি ইভেন্টে তৃতীয় ফাইনাল খেলতে মাঠে নামছে ভারত। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের পর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে খেলেছে রোহিত শর্মার দল। একদিনের ক্রিকেটে শিরোপা না জিততে পারলেও জিতেছে টি-টোয়েন্টিতে। তবে আইসিসির ওয়ানডে ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আরও একটি সুযোগ এসেছে রোহিতদের সামনে।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নামছে ভারত। আগামীকাল ৯ মার্চ (রোববার) নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবেন রোহিতরা। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডেকেও বিদায় জানাবেন কি না এমন একটা আলোচনাও আছে।


বিজ্ঞাপন


ফাইনালের আগে ভারতের সংবাদ সম্মেলনেও ওঠে এসেছে এ প্রসঙ্গ। তবে এ বিষয়ে ভারতীয় দল কিছুই জানে না বলেই জানিয়েছেন সংবাদ সম্মেলনে আসা ভারতের সহকারী অধিনায়ক শুবমান গিল। তাদের সব মনোযোগ ফাইনাল ম্যাচ নিয়েই বলেও জানিয়েছেন গিল।

রোহিতের অবসর নিয়ে প্রশ্নে গিল বলেন, ‘এখন পর্যন্ত তো আমাদের সব আলোচনা আমাদের ম্যাচ জয় এবং চ্যাম্পিয়নস ট্রফি জয় নিয়েই হয়েছে। এ রকম কিছু বা এই সিদ্ধান্তের বিষয়ে দলের সঙ্গে বা আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমার মনে হয় না রোহিত ভাইও এটা নিয়ে এখন খুব একটা দলের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা নেই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর