বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে যে ভবিষ্যদ্বাণী রবি শাস্ত্রীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

আইপিএলে কোহলির ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে চান আমির

ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে আগামীকাল পর্দা নামবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে আইসিসি রিভিউতে কথা বলেছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

এবারের আসরে ফাইনালিস্ট দুই দলই একই গ্রুপের। ভারত ফাইনালে ওঠেছে অপরাজিত হিসেবে। আর কিউইরা হেরেছে কেবল এক ম্যাচেই, সেটিও রোহিত শর্মাদের বিপক্ষেই। তবে আগামীকালের ম্যাচে দুই দলের শক্তির পার্থক্য খুব বেশি নয় বলেই জানিয়েছেন শাস্ত্রী।


বিজ্ঞাপন


আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেন, ‘যদি কোনও দল ভারতকে হারানোর ক্ষমতা রাখে, তবে সেটা নিউজিল্যান্ড।’ এদিকে শিরোপা নির্ধারণী ম্যাচে কোন ম্যাচসেরা হতে পারেন কোন ক্রিকেটার তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের সাবেক এই কোচ।

ম্যাচসেরা ক্রিকেটার হিসেবে অলরাউন্ডারদেরই নিজের তালিকায় স্থান দিয়েছেন শাস্ত্রী। ভারত থেকে তিনি রেখেছেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকে। তিনি বলেন, ‘ভারতের পক্ষে অক্ষর প্যাটেল কিংবা রবীন্দ্র জাদেজা ম্যাচসেরা হতে পারেন। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসও হতে পারেন ম্যাচসেরা।’

এছাড়া ফাইনালে বিরাট কোহলি, কেইন উইলিয়ামসন এবং রাচীন রবীন্দ্ররা বড় ভূমিকা রাখতে পারেন বলেও জানিয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘যখন কোহলি কিংবা উইলিয়ামসনের মতো খেলোয়াড়রা ছন্দে থাকেন, তখন তারা প্রতিপক্ষের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান। রবীন্দ্রও দারুণ এক ক্রিকেটার।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর