শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

২০২৬ আইপিএল বেঙ্গালুরুর হয়ে খেলতে চান আমির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

২০২৬ আইপিএল বেঙ্গালুরুর হয়ে খেলতে চান আমির

২০০৮ সাল থেকে পথচলা শুরু মেগা ইভেন্ট আইপিএলের। অন্যান্য দেশের ক্রিকেটারদের মতো সেবার অংশ নিয়েছিলো পাকিস্তানের ক্রিকেটাররাও। তবে রাজনৈতিক বৈরিতার প্রভাবে এরপর থেকে আইপিএলে আর দেখা যায়নি পাক ক্রিকেটারদের। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ। 

কিন্তু পাকিস্তানের কোনো ক্রিকেটার যদি অন্য দেশের নাগরিকত্ব নেন, সেক্ষেত্রে কী হবে? এই সুযোগটাই নিতে চান পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। কারণ, তার স্ত্রী নারজিস খাতুন ব্রিটিশ নাগরিক। আমিরের আশা, আগামী বছর তিনিও ব্রিটেনের নাগরিকত্ব পেয়ে যাবেন। সেক্ষেত্রে আইপিএল খেলতে আর কোনো বাধা থাকবে না। 


বিজ্ঞাপন


আমির বলেছেন, ‘আগামী বছরের মধ্যে আমার আইপিএল খেলার সুযোগ তৈরি হবে। যদি সুযোগ পাই, তাহলে কেন খেলব না? আমি আইপিএল খেলতে চাই। আশা ছাড়ছি না। পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ, কিন্তু আমাদের সাবেক ক্রিকেটারেরা তো ধারাভাষ্য দিয়েছে। অনেকে কোচও হয়েছেন।’

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ হলেও এক সময় ওয়াসিম আকরাম কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ছিলেন। রামিজ রাজা ধারাভাষ্য দিয়েছেন। আমিরকে আশা দেখাচ্ছেন আজহার মেহমুদ। তিনি ২০১২ সালে আইপিএল খেলেছিলেন। তবে পাকিস্তানের নাগরিক হিসাবে নয়, আজহার খেলেছিলেন ব্রিটিশ নাগরিক হিসাবে। সেই পথেই এবার হাঁটতে চান আমির।

আইপিএল খেলার সুযোগ পেলে কোন দলের জার্সিতে খেলতে চান –এমন প্রশ্নে আমিরের জবাব, ‘আমার বিরাট কোহলিকে খুব পছন্দ। তার মতো প্রতিভাকে আমি শ্রদ্ধা করি। কোহলি আমাকে ব্যাট উপহার দিয়েছিল। আমি তার ব্যাটিংয়ের বড় ভক্ত। আমার বোলিংও সে খুব পছন্দ করে। তার ব্যাট নিয়ে আমি খেলেওছি। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে পারলে ভাল লাগবে।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর