শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

‘গাভাস্কারের মন্তব্য একদমই ফালতু’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

‘গাভাস্কারের মন্তব্য একদমই ফালতু’

সবশেষ তিনটি আইসিসি ট্রফি থেকে পাকিস্তান শুধু যে খালি হাতে ফিরেছে তাই নয়, বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এর সবশেষ দৃষ্টান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আইসিসির এ টুর্নামেন্ট এবার নিজেদের ঘরের মাঠে আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যায় প্রথম রাউন্ড থেকেই।

এদিকে ঘরের মাটিতে আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানের এমন ভরাডুবি ও ভারতের কাছে হারের পর সুনীল গাভাস্কার বলেছিলেন, এই পাকিস্তান দল ভারতের ‘বি’ দলের কাছেও হারবে। তবে গাভাস্কারের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি।


বিজ্ঞাপন


গত বছর পাকিস্তানের লাল বলের ক্রিকেটের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন গিলেস্পি। তবে সাবেক এই অজি ক্রিকেটার ছয় মাসও দায়িত্ব পালন করতে পারেননি। তবে অল্প সময় দায়িত্ব পালন করেও দেশটিতে প্রতিভা দেখেছেন বলেই জানিয়েছেন তিনি।

গাভাস্কারের কথার বিপরীতে তিনি বলেন, ‘আমি এই কথাবার্তা বিশ্বাস করি না। গাভাস্কারের কিছু মন্তব্য দেখেছি, যেখানে তিনি বলেছেন যে ভারতের বি দল বা সি দলও পাকিস্তানের শীর্ষ দলকে হারাতে পারে। এটা ফালতু কথা। একদমই ফালতু।’

পাকিস্তান দলের ভালো করার পথ দেখিয়ে গাভাস্কার বলেন, ‘যদি পাকিস্তান সঠিক খেলোয়াড়দের নির্বাচন করে, তাদের ওপর আস্থা রাখে এবং নিজেদের দক্ষতা গড়ে তোলার সুযোগ দেয়, তাহলে তারা যেকোনো দলকে হারাতে সক্ষম। এতে আমার কোনো সন্দেহ নেই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর