শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

টি-টোয়েন্টির অধিনায়ক থাকছেন না শান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়ন হতে যাচ্ছি আমরা: শান্ত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসান অধিনায়কত্ব ছাড়লে তিন ফরম্যাটের নেতৃত্ব তুলে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। তবে তিন সংস্করণেই টাইগারদের অধিনায়ক আর থাকছেন না শান্ত। টি–টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন তিনি।

শান্ত টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ায় এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। নতুন করে কাকে দায়িত্ব দেওয়া হবে এখন তাই নিয়ে চলছে আলোচনা।  


বিজ্ঞাপন


এ বিষয়ে আজ কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফারুক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (কে অধিনায়ক)। ইতিমধ্যে দু–একজন টি–টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্বে)।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিটন দাসই। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি–টোয়েন্টির সিরিজে অধিনায়ক ছিলেন তিনি।

এদিকে সম্প্রতি ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন মুশফিক। টাইগারদের অন্যতম সেরা এই ক্রিকেটারকে বিদায় সংবর্ধনা দিতে চায় বিসিবি এমন পরিকল্পনার কথাও আজ জানিয়েছেন ফারুক আহমেদ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর