শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

রোনালদোর ৯২৬: অর্ধেক ত্রিশের আগে, বাকি অর্ধেক পরে, কোথায় মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

রোনালদো ৯২৬: অর্ধেক ত্রিশের আগে, বাকি অর্ধেক পরে, কোথায় মেসি

গত ফেব্রুয়ারিতে চল্লিশে পা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষবেলায় এসেও মাঠ মাতিয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগের আল নাসেরের হয়ে একের পর গোল করে চলেছেন। শুক্রবার রাতে ক্লাবটির হয়ে আরও একবার জালের দেখা পেয়েছেন সিআর সেভেন, হাজার গোলের লক্ষ্যে ছুটে চলা রোনালদোর গোল এখন ৯২৬টি।

শুক্রবার রাতে আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ১০ জনের আল নাসের। ম্যাচের ৫২ মিনিটে করা গোলের মাধ্যমে অনন্য এক কীর্তি ছুঁয়েছেন রোনালদো। ৯২৬ গোলের মধ্যে অর্ধেক, অর্থ্যাৎ ৪৬৩টি গোল করেছেন বয়স ৩০ পেরোনোর পর। বাকি অর্ধেক ৩০ পূর্ণ হওয়ার আগে। 


বিজ্ঞাপন


আরও সহজ করে বললে ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরুর পর ৩০ বছর বয়স পর্যন্ত যত গোল করেছিলেন, গত একদশকেও সমানসংখ্যক গোল করেছেন তিনি। সবমিলিয়ে চলতি মৌসুমে আল নাসেরের হয়ে ৩১ ম্যাচে ২৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি। 

২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে আল নাসের। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০। তাতে এ মৌসুমেও শিরোপার আশা একপ্রকার শেষ রোনালদোদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর