শেষের পথে চ্যাম্পিয়নস ট্রফি। আগামীকাল শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়েই পর্দা নামবে নবম আসরের। যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। খেলাটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ম্যাচটিতে কন্ডিশনের হিসেবে ভারত এগিয়ে থাকবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ হিসেবে অবশ্য প্রশ্ন উঠেছে বারবার চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধার বিষয়ে।
দুবাইয়ের একই মাঠে বার বার খেলাকে তাদের জন্য বাড়তি হিসেবে দেখছেন অনেকেই। ভারতের এই সুবিধাকে টেনে কেউ কেউ তীব্র সমালোচনা করেছেন, কেউই বা বলেছেন আকারে-ইঙ্গিতে। তবে ফাইনালের আগে ভারতের বাড়তি সুবিধার প্রসঙ্গে কথা বলেছেন দলটির ব্যাটিং কোচ সিতানশু কোটাক।
বিজ্ঞাপন
দুবাইয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিতানশু কোটাক বললেন, ‘আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।’
ভালো খেলেই জিতেছে তাদের দল। ‘টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই।’
ভারতের চারটি ম্যাচ একই মাঠে হলে চারটি ভিন্ন উইকেটে হয়েছে উল্ল্যেখ করে কোটাক বলেন, ‘হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গিয়েছে।’