রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

২৫-৩০ রান করেই রোহিত খুশি কি না জানতে চান গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

২৫-৩০ রান করেই রোহিত খুশি কি না জানতে চান গাভাস্কার

২০২৩ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালে ওঠেছিল ভারত। তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খোয়াতে হয় স্বাগতিকদের। এরপর রোহিতের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এবার তার অধীনে আরও একটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠেছে ভারতীয়রা। এরপরও সমালোচনা থেকে রেহাই মিলছে না রোহিতের।

রোহিত সমালোচনায় আছেন আরও আগে থেকেই। লাল বলের ক্রিকেটে তার নিজের অফ ফর্ম ও দলের ভালো করতে না পারার কারণে নানা রকম সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে। এদিকে সাদা বলের ক্রিকেটেও তেমন একটা ফর্মে নেই তিনি।


বিজ্ঞাপন


চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের এক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর ৫ ওয়ানডেতে ব্যাটিং করলেও তিনি সর্বোচ্চ খেলেছেন ৪১ রানের ইনিংস। এ কারণে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে বেশ।

তবে রোহিতের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছিলেন, ফর্ম কিংবা গড় নয়, ইম্প্যাক্ট দেখেই রোহিতকে দলে রেখেছেন তারা।

ওপেনিংয়ে নেমে আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাত করে মূলত ভারতের ব্যাটিংয়ের সুর বেঁধে দেন রোহিত। এরপর বাকি কাজটা করেন পরের ব্যাটাররা। আর শুরুতেই আগ্রাসী খেলতে গিয়েই রোহিতকে ফিরতে হয় আগেভাগেই।

এদিকে রোহিতকে এমন আগ্রাসী ভঙ্গিতে ব্যাত না করার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বলেন, “এই পদ্ধতি (অতি আক্রমণাত্মক) গত দুই বছর ধরে অনুসরণ করে আসছে সে। ভারতে বিশ্বকাপের কাছাকাছি সময়ে শুরু হয়েছিল এটা এবং সেই কৌশলেই সে কাজ করে যাচ্ছে। কিছু সাফল্য সে পেয়েছে, যদিও তার সামর্থ্য অনুযায়ী ততটা নয়। সে অবিশ্বাস্য মেধাবী এক খেলোয়াড়, যার বিভিন্ন ধরনের শট খেলার সামর্থ্য আছে, যা অন্য অনেকের নেই।”


বিজ্ঞাপন


রোহিত শুরুর দিকে আরও বেশি সময় উইকেটে টিকে থাকলে ভারতের রান আরও বেশি হবে জানিয়ে গাভাস্কার বলেন, “তাই দলের দৃষ্টিকোণ থেকে নয়, সুন্দর ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে, দর্শকদের আনন্দ দেওয়ার দৃষ্টিকোণ থেকে বলছি, যদি সে ২৫ ওভারও ব্যাট করে, তাহলে ভারতের রান হবে ১৮০ থেকে ২০০ এর কাছাকাছি। কল্পনা করুন, যদি তারা তখন মাত্র দু-একটি উইকেট হারায়; একবার ভাবুন, তারা কী করতে পারে, তারা ৩৫০ বা তার বেশি রান করতে পারে।”

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচ খেলে রোহিত এখনো পর্যন্ত করতে পেরেছেন ১০৪ রান। সর্বোচ্চ ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ১৫ বলে ২০, নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৭ বলে ১৫ ও সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ২৯ বলে ২৮। এমন ছোট ছোট ইনিংস খেলে রোহিত খুশি কি না তাও জানতে চেয়েছেন গাভাস্কার।

তিনি বলেন, “বিষয়টা নিয়ে তাকেও ভাবতে হবে। মাঠে নেমেই আক্রমণাত্মক খেলা এক জিনিস, কিন্তু কোথাও না কোথাও ২৫-৩০ ওভার ব্যাট করার কিছুটা বিচক্ষণতা থাকতে হবে। এটা করলে প্রতিপক্ষের মুঠো থেকে সে ম্যাচ বের করে নিতে পারবে।”

“এই ধরনের প্রভাবই হলো ম্যাচ জেতানো পারফরম্যান্স। আর একজন ব্যাটসম্যান হিসেবে, সে কি ২৫-৩০ রান করে খুশি? এটা হওয়া উচিত নয়। তাই আমি তাকে এটাই বলব: সাত, আট বা নয় ওভারের পরিবর্তে ২৫ ওভার ব্যাট করলে, দলের ওপর তোমার প্রভাব আরও বেশি হবে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর