মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

সমালোচকদের একহাত নিলেন বাবর আজমের বাবা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

সমালোচকদের একহাত নিলেন বাবর আজমের বাবা

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফ্র আয়োজক পাকিস্তান। তবে এ টুর্নামেন্ট থেকে ম্যান ইন গ্রিনরা বাদ পড়েছে সবার আগে। নিউজিল্যান্ডের পর ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে আসর থেকে। এদিকে বর্তমান চ্যাম্পিয়নদের এমন ভরাডুবির পরই গুঞ্জণ শোনা যায়, দল থেকে বাদ পড়তে পারেন কয়েকজন সিনিয়র ক্রিকেটার। এমন গুঞ্জণ অবশ্য আংশিক সত্যি হয়েছে।

আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টি দলে নেই নাসিম শাহও, আবার শাহিন আফ্রিদি নেই ওয়ানডে দলে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম করায় পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা।


বিজ্ঞাপন


সমালোচনা আছে বাবর আজমকে নিয়েও। এবারের আসরে তিনি দলের হাল ধরতে পারেননি। তবে টি-টোয়েন্টি দল থেকে তিনি বাদ পড়ায় অবাক হয়েছেন প্নেকেই। কেননা, গতবছর আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ছিলেন বাবর। গত বছর ২৪ ম্যাচে ১৩৩.২১ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৭৩৮। তবুও নির্বাচকদের মন জয় করতে পারেননি তিনি।

এদিকে বাবর আজমকে নিয়ে যখন তুমুল সমালোচনা চলছে তখন পাকিস্তানের সাবেক এই অধিনায়কের পক্ষে মাঠে নেমেছেন তার বাবা আজম সিদ্দিক। সাবেক ক্রিকেটারদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি সব সম্মানিত ও কিংবদন্তি খেলোয়াড়কে অনুরোধ করছি, কথা বলার সময় সতর্ক থাকুন। যদি কেউ জবাব দেয়, তাহলে হয়তো সহ্য করতে পারবেন না। আপনারা অতীত, আর এই দরজা কখনো খুলবে না।’

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও পারফর্ম্যান্স দিয়েই আবার বাবর দলে জায়গা করে নেবেন জানিয়ে তার বাবা বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি দলের বছরের সেরা দলে থাকা এবং ক্যাপ পাওয়া সত্ত্বেও দল থেকে বাবর বাদ পড়েছে। এটি ব্যাপার নয়। সে জাতীয় টি-টোয়েন্টি ও পিএসএলে ভালো পারফরম্যান্স করবে এবং শিগগিরই দলে ফিরে আসবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর