বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

ফাইনালে ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

ফাইনালে ভারতের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত নিউজিল্যান্ড

দেখতেই দেখতেই একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ৯ মার্চ (রোববার) শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড ও ভারত। রোহিত শর্মাদের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে কিউইদের অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত তার দল।

এবারের আসরে ভারত নিজেদের সবগুলো ম্যাচই খেলেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে বাকি দলগুলোকে খেলতে হয়েছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত, দুই দেশেই। ফলে ভ্রমণের ধকল সহ আরও বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে দল গুলোকে। ওদিকে ভারত বাড়তি সুবিধা পেয়েছে এমনটাই বলছেন অনেকেই।


বিজ্ঞাপন


দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে হারানোর পর নিউজিল্যান্ড দল ফিরেছে দুবাইয়ে। ভ্রমণ ধকল গেলেও এসব নিয়ে এখন আর ভাবছেন না তিনি। বরং এ বিষয়কেও চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি। স্যান্টনার বলেন, 'এটাও চ্যালেঞ্জের একটা অংশ। আমরা পাকিস্তান ও দুবাই মিলিয়ে বিভিন্ন কন্ডিশনে খেলেছি। তবে ছেলেরা বুঝতে পেরেছে, এটাই এখন বাস্তবতা।'

ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলেছে জানিয়ে স্যান্টনার বলেন, 'ফাইনাল ম্যাচ সবসময়ই ভিন্ন ধরনের হয়, তবে আমাদের জন্য এখন পর্যন্ত যা কাজ করেছে, সেটাই ধরে রাখতে হবে। আমরা এমন এক শক্তিশালী দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা দুবাইয়ে সব ম্যাচ খেলেছে এবং এখানকার কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানে।'

দুবাইয়ের ভেন্যুতে উইকেট ধীরগতির হতে পারে, ফলে কঠিন লড়াই করতে হতে পারে জানিয়ে স্যান্টনার বলেন, 'তবে তাদের বিপক্ষে আগের ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। পরিস্থিতি কেমন হবে, তার ওপর আমাদের খেলার কৌশল নির্ভর করবে। লাহোরের তুলনায় পিচ এখানে ধীরগতির হবে, হয়তো কঠিন লড়াইয়ের পরিস্থিতি তৈরি হবে।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর