বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (৯ মার্চ)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াই দিয়ে পর্দা নামবে এবারের আসরের। চ্যাম্পিয়ন হওয়ার লড়াই এ দুই দলের ম্যাচে আম্পায়ার কারা থাকবেন তা জানিয়ে দিয়েছে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে। পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তির কারণে ভারত নিজেদের ম্যাচগুলো খেলছে দুবাইয়ে। ভারত টুর্নামেন্টে টিকে আছে বলেই ফাইনাল ম্যাচটিও হবে দুবাইতেই।


বিজ্ঞাপন


এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থ। এছাড়া তৃতীয় আম্পায়ার হবেন জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে কুমার ধর্মসেনাকে। আর ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন রঞ্জন মাদুগালে।

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে এবারের আসরে ফাইনাল নিশ্চিত করে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার টানা তৃতীয় আইসিসি ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। এদিকে আরেক সেমিতে দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্ত এক ম্যাচে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর