আধুনিক ফুটবলের ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। তবে গত প্রায় দেড় বছর সময় ধরে নেইমারকে ছাড়াই খেলতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে নেমে তিনি চোটে পড়েছিলেন। এই চোট তার ক্যারিয়ার থেকে কেড়ে নিয়েছে দেড় বছর সময়।
সুস্থ হয়ে নেইমার আবার মাঠে ফিরেছেন গত বছরের শেষদিকে, ফেরার পর আল হিলালকে বিদায় জানিয়ে নাম লিখিয়েছেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। নিজের শৈশবের এই ক্লাবের হয়ে দারুণ ছন্দেও আছেন তিনি, ৭ ম্যাচে গোল করেছেন ৩টি আর করিয়েছেন ৩টি। এছাড়া চার ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে চলতি মাসের শেষদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে এর আগে ৫২ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল ব্রাজিলের ফুটবল ফেডারেশন। সেই দলে ছিলেন নেইমার। এরপর গতকাল ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে।
আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে ঘোষিত ব্রাজিলের চূড়ান্ত দলে যে নেইমার থাকবেন তা আগেই ধারণা করা হয়েছিল, হয়েছেও তাই। এদিকে ব্রাজিল জাতীয় দলে ফিরে বেশ আনন্দিত নেইমার নিজেও। দলে ফিরতে যে তিনি উদগ্রীব হয়ে ছিলেন তাও বুঝা গেছে তার ইন্সাটাগ্রাম স্টোরি দেখেই।
দল ঘোষণার পর স্টোরি দিয়েছেন নেইমার, সেখানে দেখা যায়, সোফায় বসে টিভির পর্দায় চোখ রেখেছেন নেইমার। আর টিভিতে দেখা যায় ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণা করছেন। এ ছবির ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘ফিরতে পেরে অনেক আনন্দিত।’
এদিকে নেইমারের ফেরার বিষয়ে ব্রাজিল কোচ বলেছেন, ‘নেইমার কিসের প্রতিনিধিত্ব করে, সেটা নিয়ে বলার প্রয়োজন নেই। সে এখন নিজের ছন্দ ফিরে পাওয়ার পথে আছে, আমরা সেটা জানি ও বুঝতে পারি। আমরা বিশ্বাস করি, যে সামর্থ্য ও গুণাবলি তার আছে, সেটা দিয়ে মাঠে যেকোনো পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব।’
বিজ্ঞাপন