রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

দুবাইয়ে সব ম্যাচ খেলা অবশ্যই বাড়তি সুবিধা: শামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

দুবাইয়ে সব ম্যাচ খেলা অবশ্যই বাড়তি সুবিধা: শামি

চ্যাম্পিয়নস ট্রফিতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইয়ে। বাকিদের শহর বদলানোর সঙ্গে দেশ বদলানোর ঝামেলা পোহাতে হচ্ছে। যা নিয়ে সমালোচনার মুখে রোহিত শর্মার দল। তবে ভারতের পেসার মোহাম্মদ সামি স্বীকার করে নিয়েছেন, একই শহরে থাকা এবং খেলার বিষয়টি অবশ্যই তাদের বাড়তি সুবিধা দিচ্ছে। 

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে খেলতে যায়নি ভারত। গ্রুপ পর্ব থেকে ফাইনাল, সব ম্যাচই তারা খেলছে আরব আমিরাতের দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে। অন্য সব দল যেখানে কমপক্ষে দুইবার ভেন্যু ও হোটেল বদল করেছে, ভারত সেখানে একই হোটেলে থেকে এক ভেন্যুতেই ম্যাচ খেলে যাচ্ছে।


বিজ্ঞাপন


ভারতের এমন সুবিধা পাওয়ায় চটেছেন অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার। ভারত অন্যদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছে, অভিযোগ উঠেছে এমনটাই। রোহিত শর্মাদের কোচ গৌতম গম্ভীরসহ ভারতের সাবেকরা অবশ্য বারবারই এটা প্রত্যাখ্যান করেছে। সুনীল গাভাস্কার তো বলেই ফেলেছেন, ভারতের টাকায় অন্যদের বেতন হয়, তাই ভারত যেভাবে চাইবে সেভাবেই চলবে টুর্নামেন্ট।

তবে শামি অকপটে স্বীকার করেছেন, এক ভেন্যুতে খেলা ভারত কিছুটা হলেও সুবিধা পেয়েছে, ‘এটা অবশ্যই আমাদের সাহায্য করছে। আমরা কন্ডিশন ও পিচের ব্যাপারে আগে থেকেই জানি। একই ভেন্যুতে সব ম্যাচ খেললে সেটা কিছুটা হলেও আপনাকে বাড়তি সুবিধা দেবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর