সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

৩ বলে পড়ল ৪ উইকেট, ঘুমিয়ে পড়ায় টাইমড আউট পাকিস্তান তারকা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

৩ বলে পড়ল ৪ উইকেট, ঘুমিয়ে পড়ায় টাইমড আউট পাকিস্তান তারকা!

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদশ-শ্রীলঙ্কার ম্যাচটি নিশ্চয়ই মনে রয়েছে এই দুই দেশের ক্রিকেট সমর্থকদের। যেখানে টাইমড আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এবার দেশের ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনার সাক্ষী হলো পাকিস্তান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রেসিডেন্ট ট্রফির ফাইনালে পাকিস্তান টেলিভিশনের বিপক্ষে সৌদ শাকিল টাইমড আউট হন। শাকিল প্রথম পাকিস্তানি এবং প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে টাইমড আউটের লজ্জায় ডুবলেন। 

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম বলছে, ঘুমের কারণে শাকিল নির্ধারিত সময়ের মধ্যে ড্রেসিংরুম থেকে বেরিয়ে ক্রিজে যেতে পারেননি। তবে  ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা যায়, দুইটি উইকেট দ্রুত পড়ে যাওয়ার কারণে শাকিলের মাঠে প্রবেশ করতে দেরি হয়। তিনি যখন ক্রিজে এসেছিলেন, প্রতিপক্ষ দলের অধিনায়ক আমাদ বাট টাইমড আউটের আবেদন করেন। আম্পায়াররা মেনে নেন যে তিনি তিন মিনিটের মধ্যে প্রস্তুত ছিলেন না।


বিজ্ঞাপন


স্টেট ব্যাংক অব পাকিস্তান-পিটিভির ম্যাচ চলাকালীন সৌদ শাকিল গভীর ঘুমে ছিলেন এবং যখন তার ব্যাটিংয়ের পালা এলো, তখন তিনি সময়মতো ঘুম থেকে ওঠে ক্রিজে যাননি! ফলস্বরূপ, আম্পায়াররা তাকে টাইমড আউট ঘোষণা করেন। এমনটা জানায় পাকিস্তানের গণমাধ্যমে। যার ফলে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে ৭ম ব্যাটসম্যান হিসেবে এই বিরল আউটের মুখোমুখি হন এবং পাকিস্তানের একমাত্র ব্যাটার। 

ইনিংসের ২৭ তম ওভারের তৃতীয় ও চতুর্থ ডেলিভারিতে আউট হন উমর আমিন ও ফাওয়াদ আলম। মোহাম্মদ শেহজাদ পরপর দুই বলে ২ উইকেট নেন, যার ফলে সৌদ শাকিল ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেননি। 

পিটিভির অধিনায়ক আমাদ বাট উইকেটের জন্য আপিল করেন এবং অনফিল্ড আম্পায়ার সৌদকে আউট ঘোষণা করে দেন। মজার বিষয় হল শেহজাদ পরের বলে আরেকটি উইকেট নেন এবং তার হ্যাটট্রিকও পূর্ণ করেন। এসবিপি তিন বলের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ১২৮-১ থেকে ১২৮-৫ এ চলে যায়। অবশেষে তারা ২০৫ রানে অলআউট হয়ে যায়।

শাকিলের ব্যাটিংয়ে আসার কথা ছিল, কিন্তু তিনি প্রত্যাশিতভাবে ড্রেসিংরুম থেকেই বের হননি। চার মিনিট পর, ব্যাটারকে "টাইমড আউট" বলে গণ্য করা হয়, যার ফলে তিনি পুরুষদের পেশাদার ক্রিকেটে এইভাবে আউট হওয়া নবম খেলোয়াড় হয়ে ওঠেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর