সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ১২:০০ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে দেশে ফিরেছে টাইগাররা। এরপর কয়েক মাস বাংলাদেশের সূচিতে শুধু পাকিস্তান আর পাকিস্তান। মে মাসের শেষের দিকে, পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজের দল। এরপর জুলাইতে পাকিস্তানও আসবে বাংলাদেশ সফরে। তাও আবার সূচিতে থাকা সিরিজ বাদ দিয়ে! 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দেখা করেন ফারুক আহমেদ। সেখানেই বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এই দুই শীর্ষ কর্তার আলোচনা হয়ে যায়। আগামী জুলাই-আগস্টে পাকিস্তান দলকে বাংলাদেশ সফরে আনতে চায় বিসিবি। 


বিজ্ঞাপন


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জুলাই-আগস্টে সাদা বলের সিরিজের জন্য বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কোন বোর্ডই এখনও ম্যাচের সময়সূচি এবং সংখ্যা নিশ্চিত করেনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ লাহোরে উপস্থিত গণমাধ্যমকে পাকিস্তান সিরিজ ইস্যুতে বলেন, 'তারা (পাকিস্তান ক্রিকেট বোর্ড) প্রতিশ্রুতি দিয়েছে যে তারা বাংলাদেশ সফর করবে, তবে ম্যাচের সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি।'

'যেহেতু এই সিরিজটি এফটিপির বাইরে, তাই প্রত্যেকেরই একটি এফটিপি ব্যস্ত সূচি রয়েছে। এমনকি আমাদের জন্য এফটিপি সিরিজ থেকে কিছুটা সময় বের করাও কঠিন। আমরা সময় বের করার চেষ্টা করছি যাতে এফটিপির মধ্যে কিছু সাদা বলের ম্যাচ খেলতে পারি।' 

আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুসারে মে মাসের শেষের দিকে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর, বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেট এবং চট্টগ্রামে দুই টেস্ট সিরিজ। এরপর জুলাই-আগস্টে শ্রীলঙ্কা এবং ভারত সিরিজের মাঝামাঝি সময়ে পাকিস্তান সিরিজ আয়োজনের চেষ্টা করবে বিসিবি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর