সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

তোমার বিদায়ে এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে– মুশফিকের বিদায়ে মাশরাফি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০৭:২০ এএম

শেয়ার করুন:

তোমার বিদায়ে এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে– মুশফিকের বিদায়ে মাশরাফি

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচের সবকটিতেই হেরেছে টাইগাররা। এই ব্যর্থতার পর দলের সিনিয়র বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সমালোচনা চলে ক্রিকেট মহলে। মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে একটু বেশিই চর্চা হচ্ছিল। আলোচনার বিষয়বস্তু তাদের ভবিষ্যত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবসর প্রসঙ্গে বল মুশফিক-মাহমুদউল্লাহর কোর্টে ছুড়ে দিয়েছিলেন। সেটিরই প্রতিক্রিয়ায় অবসরের সিদ্ধান্ত এলো মুশির। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবসরের ঘোষণা দেন এই তারকা।


বিজ্ঞাপন


চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাওয়ালপিন্ডির মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা'ই হয়ে থাকল তাঁর ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ। পরের ওয়ানডে বিশ্বকাপ আরও দুই বছর পর ২০২৭ সালে। সেই বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলটিকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। 

মুশফিকের অবসরের ঘোষণায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন পঞ্চপাণ্ডবের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। মুশির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করেন ম্যাশ।

অতীতের স্মৃতির কথা উল্লেখ করে মাশরাফি লেখেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!’

আরও লেখেন, ‘ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।


বিজ্ঞাপন


ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে ম্যাশ লেখেন, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…’

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর