শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

মাহমুদউল্লাহকে টপকে যাওয়া রবীন্দ্রর সামনে এখন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

সেঞ্চুরি করে মাহমুদউল্লাহকে টপকে যাওয়া রবীন্দ্রর সামনে এখন রোহিত

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নেমেছে নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে জয়ের পথেই আছে কিউইরা। আগে ব্যাত করে প্রোতিয়াদের দিয়েছে ৩৬৩ রানের বিশাল লক্ষ্য। এদিকে বড় লক্ষ্য তাড়া করতে নেমে চাপের মুখেই আছে টেম্বা বাভুমার দল, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৬ ওভারে করতে পেরেছে ২০০ রান, জিততে হলে শেষ ১৪ ওভারে প্রয়োজন আরও ১৬৩ রান।

এদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ দক্ষিণ আফ্রিকার সামনে বড় লক্ষ্য দেওয়ার পথে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রাচীন রবীন্দ্র ও কেইন উইলিয়ামসন। এ দুজনই আজ পেয়েছেন সেঞ্চুরির দেখা।


বিজ্ঞাপন


এদিকে দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য দেওয়ার পথে সেঞ্চুরি করে দারুণ এক রেকর্ডও গড়েছেন রবীন্দ্র। তরুণ এই কিউই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন ৪ বছর হলো, এরই মধ্যে ওয়ানডে ফরম্যাটে তিনি সেঞ্চুরি করেছেন ৫টি।

দারুণ ব্যাপার হলো, রবীন্দ্রর করা ৫ সেঞ্চুরির সবকটিই এসেছে আইসিসি ইভেন্টে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি করেছেন ৩ সেঞ্চুরি। আর চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি শতকের দেখা পেয়েছেন ২ বার। ৫ সেঞ্চুরি করে বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে গেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির ওয়ানডে ইভেন্টে মাহমুদউল্লাহ তিন অঙ্ক ছুঁয়েছেন চারবার। ওয়ানডে বিশ্বকাপে তিনি শতক হাঁকিয়েছেন ৩টি, একটি সেঞ্চুরি করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

এদিকে মাহমুদউল্লাহকে টপকে যাওয়া রবীন্দ্রর সামনে এখন আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আইসিসির ওয়ানডে ইভেন্টে সর্বোচ্চ ৮ সেঞ্চুরির মালিক রোহিত। ভারতীয় অধিনায়ক ৭টি সেঞ্চুরি করেছেন ওয়ানডে বিশ্বকাপে আর ১টি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ বছরের নভেম্বরে ২৬ বছর পূর্ণ করতে চলা কিউই এই তরুণ ব্যাটার রোহিতের রেকর্ড টপকে যাবেন এমন আশা করতেই পারেন তার ভক্তরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর