মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

বলে থুতু ব্যবহারের অনুমতি চান ভারতের তারকা পেসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

বলে থুতু ব্যবহারের অনুমতি চান ভারতের তারকা পেসার

২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন ভারতের মোহাম্মদ শামি। এরপর চোটের কারণে এক বছর ছিলেন মাঠের বাইরে। সুস্থ হয়ে আবার ফিরেছেন তিনি, চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল হাতে দুর্দান্ত ছন্দেও আছেন তিনি। শামি ইতোমধ্যেই ৪ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। দুর্দান্ত ছন্দে থাকা এই পেসার বলে থুতু ব্যবহারের অনুমতি চেয়েছেন আইসিসির কাছে।

করোনা মহামারির সময় বলে থুতু ব্যবহার নিষিদ্ধ করে আইসিসি। এদিকে থুতু না ব্যবহার করতে পারায় বোলাররা রিভার্স সুইং করাতে পারছেন না, এমনটাই জানিয়ে থুতু ব্যবহারের সুযোগ আবার প্রবর্তন করার অনুরোধ জানিয়েছেন ভারতের তারকা এই পেসার।


বিজ্ঞাপন


ওয়ানডে সংস্করণেই সাধারণত রিভার্স সুইংয়ের দেখা মিলতো বেশি। কিন্তু করোনা মহামারির সময় প্রথম সাময়িকভাবে এবগ পরে স্থায়ীভাবেই বলে থুতু ব্যবহার নিষিদ্ধ করে আইসিসি। তবে বোলাররা চাইলে শরীরের ঘাম ব্যবহার করতে পারেন।

সাধারণত বল পুরোনো হয়ে গেলে একপাশ উজ্জ্বল ও শক্ত করে তুলতে থুতু ব্যবহার করতে দেখা যেত পেসারদের। তবে সে সুযোগ এখন আর না থাকায় রিভার্স সুইংও তেমন একটা দেখা যায় না। এ কারণেই থুতু ব্যবহারের অনুমতি চান শামি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৩ উইকেট নেওয়া শামি জয়ের পর বলেন, ‘আমরা (পেসাররা) রিভার্স সুইং করাতে চাই। কিন্তু বলে থুতু ব্যবহারের সুযোগ তো নেই। আমরা প্রতিনিয়ত থুতু ব্যবহারের সুযোগের আবেদন করে আসছি। সেটা পাওয়া গেলে রিভার্স সুইং চমৎকার হয়ে উঠবে।’

চোট কাটিয়ে আবার মাঠে ফেরার বিষয়ে শামি বলেন, ‘আমি ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। দলে যখন দুজন পরিপূর্ণ পেসার না থাকে, তখন তো বাড়তি দায়িত্ব কাঁধে নিতেই হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর