মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে বিশাল লক্ষ্য দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে বিশাল লক্ষ্য দিল নিউজিল্যান্ড

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজ। ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউইদের অধিনায়ক মিচেল স্যান্টনার। এরপর ব্যাট করতে নেমে কেইন উইলিয়ামসন ও রাচীন রবীন্দ্রর জোড়া শতকের পর শেষদিকে গ্লেন ফিলিপ্সের ২৭ বলে ৪৯ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রানের বিশাল সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। 

আগে ব্যাট করতে নেমে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৪৮ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ২৩ বলে ২১ রান করে উইল ইয়াং আউট হলেও আরেক ওপেনার রবীন্দ্র পেয়েছেন শতকের দেখা। আর সেঞ্চুরি হাঁকানোর পথে দ্বিতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে তিনি গড়েছিলেন ১৬৪ রানের বিশাল এক জুটি। 


বিজ্ঞাপন


রবীন্দ্র-উইলিয়ামসন মিলে আজ প্রোটিয়া বোলারদের বিপক্ষে শুরু থেকেই খেলেছেন সাবলীল ভঙ্গিতে। এ দুজনের জুটিতেই বড় সংগ্রহের ভিত গড়ে নিউজিল্যান্ড। ৯৩ বলে সেঞ্চুরি করা রবীন্দ্র দলীয় ২১২ রানে কাগিসো রাবাদার বলে কট বিহাইন্ড হয়ে আউট হন। সাজঘরে ফেরার আগে তিনি ১০১ বলে করেছেন ১০৮ রান। 

397701

এদিকে রবীন্দ্রর মতোই আজ সেঞ্চুরির দেখা পেয়েছেন উইলিয়ামসনও। ৬১ বলে ৫০ করা কিউই এই সাবেক অধিনায়ক সেঞ্চুরির দেখা পান ৯৪ বলে। ৯১ বলে ১০০ রান করে তিনি আউট হন দলীয় ২৫১ রানে। 

এদিকে এ দুজন ছাড়াও নিউজিল্যান্ডের হয়ে আজ দুর্দান্ত ব্যাট করেছেন ডেরিল মিচেল ও গ্লেন ফিলিপ্স। মিচেল ৩৭ বলে ৪৯ রান করে আউট হওয়ার পর শেষদিকে ৬ চার ও ১ ছয়ে ২৭ বলে ৪৯ রান করেন ফিলিপ্স। তার এই বিধ্বসী ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রানের বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর