বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

মুশফিক-মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে আকরাম খান যা বললেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

মুশফিক-মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে আকরাম খান যা বললেন

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও কোনও ম্যাচ না জিতেই দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতার বিচারে খেলা নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠেছে জাতীয় দলে তাদের ভবিষ্যৎ নিয়েও।

মুশফিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচে শূন্য ও ২ রানে আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে মাহমুদউল্লাহ ফিরেছেন ৪ রান করে। তাই স্বাভাবিকভাবেই দলে তাদের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। 


বিজ্ঞাপন


এদিকে আজ জাতীয় দলের সিনিয়র এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে কথা বলেছেন বিসিবি পরিচালক আকরাম খান। তারা আর খেলবেন কি না সে সিদ্ধান্ত তাদের নিজেদের উপরই ছেড়ে দেওয়া উচিত জানিয়ে তিনি বলেন, 'দেখেন একটা জিনিস প্রথমে আমি মনে করি যে, যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের সবাইকে সম্মান করা উচিত। খেলোয়াড়রাই বলতে পারবে একমাত্র ওর ফিটনেস, বা প্রেসার কিভাবে খেলাটা নিচ্ছে।'

তিনি আরও বলেন, 'একটা খেলোয়াড়ই বুঝতে পারে তার ভবিষ্যৎ কি অবস্থা। সবকিছু মিলে আমাদের খেলোয়াড়দের উপর ছেড়ে দেয়া উচিত, সিদ্ধান্তটাও ওরাই নিক। এবং যদি বেশি সমস্যা হয় টিম ম্যানেজমেন্ট আছে খেলোয়াড়ও আছে ওরা বসে সিদ্ধান্ত নেয়া উচিত। আমার মনে হয় এটা নিয়ে বাইরে আলাপ আলোচনা করা সম্মানজনক দেখায় না।'

এর আগে গেল সোমবার মুশফিক-মাহমুদউল্লাহর বিষয়ে কথা বলেছিলেন বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি— এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর