বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

নবীকে টপকে সিংহাসনে ওমরজাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

নবীকে টপকে সিংহাসনে ওমরজাই

একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন মোহাম্মদ নবী। তবে সিংহাসন হারিয়েছেন তিনি, সেটিও আবার স্বদেশী ক্রিকেটারের কাছেই। নবীকে টপকে ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান নিজের করে নিয়েছেন তারই স্বদেশী আজমতউল্লাহ ওমরজাই।

ক্রিকেটে ওমরজাইয়ের আবির্ভাব হয়েছে বেশ আগ্রাসী মেজাজেই। তারই ধারাবাহিকতায় এবার আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে চলে এলেন ২৫ এ পা রাখতে চলা এ অলরাউন্ডার।


বিজ্ঞাপন


চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদেই র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠে এসেছেন তিনি। ইংল্যান্ডের বপক্ষে ম্যাচে একাই ৫ উইকেট নিয়েছেন ওমরজাই। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ব্যাট হাতে করেন ৫০ রান।

দারুণ পারফর্ম্যান্সের সুবাদেই ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে এসেছেন ওমরজাই। তার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছেন নবী। এছাড়া একধাপ পিছিয়েছেন সিকান্দার রাজাও। তবে চারে নিজের জায়গা ধরে রেখেছেন মেহেদী মিরাজ।

এদিকে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন অক্ষর প্যাটেল। ১৭ ধাপ এগিয়ে তিনি ওঠে এসেছেন ১৩ নম্বরে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর