মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন যারা

নতুন বছরের শুরুতে বিসিবির নানা চ্যালেঞ্জের একটা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ। বিসিবি ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করেনি। পরিবর্তন, পরিমার্জন হলেও গেল দুই বছর যেই সংখ্যাটা ছিল ২১। তবে এবার মোটে চারটা টেস্ট খেলবে টাইগাররা। সঙ্গে আছে ক্রিকেটারদের অফফর্ম। তাইতো খুব একটা বাড়ছে না সেই সংখ্যা। বিসিবি বরাবরই ফরম্যাট বিবেচনা করে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখে। এবারও সংখ্যাটা এর আশপাশেই থাকবে বলে ধারণা করা যাচ্ছে। তবে ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন ফরম্যাটে দায়িত্ব বাড়াতে বা কমাতে পারে বিসিবি। 

তবে কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরিতে সমালোচনার সৃষ্টি হয়েছে অভিজ্ঞ দুই ক্রিকেটার রিয়াদ-মুশফিককে নিয়ে। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতার বিচারে খেলা নিয়ে প্রশ্ন উঠেছে তাদের ভবিষ্যৎ দলে থাকা নিয়ে। এদিকে বিসিবিও অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে নিয়ে সরাসরি কোনো বার্তা দিচ্ছে না। যা নিয়ে নির্বাচকদের প্রস্তাবিত কেদ্রীয় চুক্তির তালিকা জন্ম দিয়েছে আলোচনা-সমালোচনার। কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদ-মুশফিক দুজনেরই নাম প্রস্তাব করা হয়েছে। তবে প্রথমবারের মতো বাদ পড়ছেন সাকিব আল হাসান। 


বিজ্ঞাপন


এ বছরের জন্য প্রস্তাবিত চুক্তি তালিকা ফরম্যাটভিত্তিক না করে ক্যাটাগরিভিত্তিক করার প্রস্তাব করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো এ+, এ, বি, সি, ও ডি। সাম্প্রতিককালে তিন ফরম্যাটেই ধারাবাহিক পারফরম্যান্স করা তাসকিনকেই শুধু 'এ+' ক্যাটাগরিতে বিবেচনা করা হচ্ছে। এক বছরের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তির জন্য সর্বমোট এবার ২২ ক্রিকেটারের নাম প্রস্তাব করেছেন নির্বাচকরা। 

টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নাম প্রস্তাব করা হয়েছে 'এ' ক্যাটাগরিতে। তবে এই তালিকাই চূড়ান্ত নয়, আসতে পারে পরিবর্তন। 'এ' ক্যাটাগরিতে টেস্ট ও ওয়ানডের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম। 'বি' ক্যাটাগরিতে নাম আছে টেস্টের সাবেক অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের। 

এই ক্যাটাগরিতে আরও আছেন তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানার মতো সম্ভাবনাময় তারকারা। 'সি' ক্যাটাগরিতে নাম প্রস্তাব করা হয়েছে সৌম্য সরকার, সাদমান ইসলাম, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী। নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ আছেন 'ডি' ক্যাটাগরিতে।

১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। রিয়াদ ও মুশফিক প্রস্তাবিত চুক্তিতে আছেন অবসরের ব্যাপারে কিছু না জানানোয়। আর প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে আসছেন নাহিদ, তানজিদ তামিম, জাকের আলী, রিশাদ হোসেনরা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর