বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে ফাইনালে যাবে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে ফাইনালে যাবে যারা

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল আজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকালে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। জিতলেই ফাইনালের মঞ্চে; তবে এমণ ম্যাচের আগে দুই দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। কেননা পাকিস্তানে গ্রুপপর্বের তিন ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আজ দ্বিতীয় সেমিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। এখন প্রশ্ন উঠেছে এই ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে ফাইনালে ভারতের সঙ্গী হবে কোন দল। 

বৃষ্টির কবলে পড়লে এই ম্যাচকে অবশ্য গ্রুপপর্বের মতো বাতিল বলার সুযোগ নেই। অন্তত এক দলকে বিদায় নিয়ে অন্যদলকে যেতে পারবে ফাইনালের মঞ্চে। সেজন্য আছে রিজার্ভ ডের ব্যবস্থাও। 


বিজ্ঞাপন


৫ মার্চ বৃষ্টিতে অন্তত ২০ ওভারও ম্যাচ খেলানো না গেলে লড়াই চলে যাবে ৬ মার্চের রিজার্ভ সূচিতে। বুধবার বৃষ্টি বাগড়ায় ম্যাচ মাঝপথে শেষ হলে খেলা যতখানি হয়েছে, সেখান থেকেই বৃহস্পতিবার খেলা শুরু হবে।

তবে মূল ম্যাচ ডে এবং রিজার্ভ ডে দুদিনই বৃষ্টিতে ভেস্তে গেলে আছে বিকল্প ব্যবস্থা। সেক্ষেত্রে যারা গ্রুপে শীর্ষে ছিল, তারা ফাইনালে যাবে। যদি বৃষ্টিতে ম্যাচ মাঠে না গড়ায় তবে দক্ষিণ আফ্রিকা হবে সেই ভাগ্যবান। গ্রুপ ‘বি’র সেরা দল হিসেবে তারা উঠে এসেছে সেমিতে।

পাকিস্তানের আবহাওয়া বার্তায় অবশ্য বলা হয়েছে লাহোরের দ্বিতীয় সেমির দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি। তাতে বৃষ্টি এই ম্যাচের নাগাল নাও পেতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর