শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

রোমাঞ্চ ছড়ানো মাদ্রিদ ডার্বি রিয়ালের, আর্সেনালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১১:১৪ এএম

শেয়ার করুন:

রোমাঞ্চ ছড়ানো মাদ্রিদ ডার্বি রিয়ালের, আর্সেনালের ইতিহাস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাড়তি রোমাঞ্চ ছড়িয়েছে মাদ্রিদ ডার্বি। গতকাল রাতে হয়েছেও তা! চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রোমাঞ্চকর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগ জিতে এগিয়ে থাকল লস ব্লাঙ্কোসরা।

বল দখলে রিয়াল-অ্যাটলেটিকো সমানতালে লড়লেও শেষদিকে রিয়াল একপেশে নিয়ন্ত্রণ নেয়। রিয়ালের ভাগে বল থাকে ৫৩ শতাংশ। পুরো ম্যাচে রিয়াল ১৩ শটের মধ্যে ৭টি লক্ষ্যে এবং অ্যাটলেটিকো ৬টি শট নিয়ে কেবল ২টি লক্ষ্যে রাখতে পারে।


বিজ্ঞাপন


ম্যাচের চার মিনিটের মধ্যে ব্রাজিলীয় তারকা রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ-পায়ের শট দূরের পোস্ট লক্ষ্য করেন তিনি। যা আটকানোর কোনো সুযোগই ছিল না অ্যাটলেটিকো গোলরক্ষকের। ৩২ মিনিটে খানিকটা একই রকম গোলে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। ৫৫ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাহিম দিয়াজ।

রাতের আরেক ম্যাচে পিএসভি আইন্দোহভেনের সঙ্গে গোল উৎসব করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে ৭-১ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে এটাই সবচেয়ে বড় জয়। আর প্রতিযোগিতার যেকোনো পর্যায়ে প্রতিপক্ষের মাঠেও সবচেয়ে বড় জয় পেল আর্সেনাল।

আরেক ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলা ৩-১ গোলে ক্লাব ব্রুগের মাঠে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো। সিগনাল ইদুনা পার্কে লিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর