বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভারতীয় সিনেমায় অভিষেক অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০৯:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার ছিলেন তিনি। ব্যাট হাতে দলকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচে। আইপিএলেও মাঠ কাপিয়েছেন তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অজিদের হয়ে জিতেছেন বিশ্বকাপও। জাতীয় দলকে বিদায় জানানো সাবেক এই ওপেনার এবার নাম লেখাচ্ছেন ভারতীয় সিনেমায়। তিনি আর কেউ নন, ডেভিড ওয়ার্নার।

ওয়ার্নার ইটমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা এখনো ছাড়েননি। এরই মধ্যে এবার নাম লেখালেন ভারতীয় সিনেমায়।


বিজ্ঞাপন


দক্ষিণ ভারতের সিনেমার প্রতি অজি এই ওপেনারের আকর্ষণের কথা কারও অজানা নয়। অল্লু অর্জুনের বড় ভক্ত তিনি। বিভিন্ন সময় অল্লু অর্জুনের সিনেমার গান এবং সংলাপ নিয়ে একের পর এক রিলস পোস্ট করতেন। দক্ষিণী এই নায়কের সিনেমা পুষ্পা-২ এর কোনো ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে এমন গুঞ্জণও শোনা গিয়েছিল।

তবে অল্লু অর্জুনের কোনও সিনেমা নয়, অন্য এক তেলেগু সিনেমায় নামতে চলেছেন তিনি। ভেঙ্কি কুদুমুল্লা পরিচালিত এবং নীতীন-শ্রীলীলা অভিনীত ‘রবিনহুড’ সিনেমায় নাম লিখিয়েছেন ওয়ার্নার। ওয়ার্নারের অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শংকর।  

ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছোট একটি ভূমিকায় অভিনয় করবেন তিনি। এ জন্য তিনি প্রতিদিন নেবেন এক কোটি রুপি। এ মাসের শেষদিকে, ২৮ মার্চ ‘রবিনহুড’ সিনেমাটি মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর