নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা জায়গা পাবেন সে তালিকা এখনো ঘোষণা করা হয়নি। তবে চুক্তিতে যারাই থাকুন না কেনো, ক্রিকেটারদের বেতন বাড়ানোর চিন্তা করছে বিসিবি এমনটাই জানা যায় গতকাল। এদিকে গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিব আল হাসান এখনো চার মাসের বেতন পাওনা আছেন বলে জানা গেছে ক্রিকবাজে প্রকাশিত প্রতিবেদনে।
সাকিব ২০২৪ সালে তিন সংস্করণেই সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিতে ছিলেন। তবে চুক্তির শেষ চার মাসের বেতন এখনো পাননি তিনি, এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, 'এটা সত্যি সে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি কারণ তার ব্যাংক একাউন্ট ফ্রিজ করা আছে।'
বিজ্ঞাপন
সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা ব্যাংক একাউন্ট গত নভেম্বর থেকে জব্দ করা। এ কারণেই বিসিবি সাকিবের পাওনা পরিশোধ করতে পারেনি।
গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণেই ছিলেন ৫ জন ক্রিকেটার। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামের সঙ্গে ছিলেন সাকিব। চার মাসে বিসিবির কাছে সাকিবের পাওনা জমেছে ৪৮ লাখ টাকা।
গত বছর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন সাকিব। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়েই লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসরের কথা জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বিদায়ী টেস্ট খেলত দেশে আসতে পারেননি তিনি।
এদিকে সাকিবের পাওনা বেতন নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা নাইই খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’