চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অনুষ্ঠিত হচ্ছে হাই-ভোল্টেজ ম্যাচ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি মাঠে নেমেছে অস্ট্রেলিয়া-ভারত। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল লাহোরে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে এই ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় প্রোটিয়ারা।
ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টেম্বা বাভুমার অনুপস্থিতিতে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন এইডেন মার্করাম। তবে সেমিফাইনালে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
মার্করামের খেলা নিয়ে শঙ্কা থাকায় জর্জ লিন্ডেকে দলে যোগ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তবে তিনি মার্করামের সরাসরি বিকল্প নন। লিন্ডে যোগ দিচ্ছেন সফরসঙ্গী হিসেবে।
ইংল্যান্ডের বিপক্ষে টেম্বা বাভুমা না থাকায় দলকে নেতৃত্ব দিয়েছেন মার্করাম। সে ম্যাচেই ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি। সেমি ফাইনালের আগে মঙ্গলবার মার্করামের ফিটনেস পরীক্ষা করা হবে। এরপর জানা যাবে কিউইদের বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে কিনা।