শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরেছেন রোহিত শর্মা। আগে ব্যাট করতে নেমে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছে অজিরা। স্টিভ স্মিথের ৭৩ রানের পর অ্যালেক্স ক্যারির ৬১ রানের ইনিংসের সুবাদে ৪৯.৩ ওভারে ২৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে পেরেছে অস্ট্রেলিয়া। 

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ম্যাথু শর্ট চোটে পড়ায় দলে ডাক পেয়েছিলেন কুপার কনোলি। অজি এই ওপেনার টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ভালো করতে পারেননি। ৯ বলে ০ রান করে আউট হন তিনি। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা ট্রাভিস হেডও আজ বড় ইনিংস খেলতে পারেননি। 


বিজ্ঞাপন


অজি এই ওপেনার আজও জ্বলে ওঠেছিলেন। আগ্রাসী ইনিংস খেলারই আভাস দিয়েছিলেন তিনি। তবে ৩৩ বলে ৩৯ রান করে তিনি আউট হন বরুণ চক্রবর্তীর বলে শুবমান গিলের মুঠোবন্দী হয়ে। হেড সাজঘরে ফেরার পর মার্নাস আবুশেন ও জশ ইংলিসও দ্রুতই সাজঘরের পথ ধরেন। 

এদিকে ব্যাত হাতে আজ দলের হাল ধরেছিলেন অধিনায়ক স্মিথ। লাবুশেনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়া স্মিথ এরপর অ্যালেক্স ক্যারির সঙ্গে গড়েন ৫৪ রানের জুটি। ৯৬ বলে ৭৩ রান করা স্মিথ আউট হন দলীয় ১৯৮ রানে। এরপর গ্লেন ম্যাক্সওয়েলও ফিরেন দ্রুতই।

শেষদিকে অজিদের হয়ে ৫৭ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ক্যারি। তার এই ইনিংসের সুবাদেই অল আউট হওয়ার আগে ২৬৪ রানের সংগ্রহ পায় অজিরা। ভারতের হয়ে আজ সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি।   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর