চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অনুষ্ঠিত হচ্ছে হাই-ভোল্টেজ ম্যাচ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি মাঠে নেমেছে অস্ট্রেলিয়া-ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অজিদের বিপক্ষে খেলছে ভারত। অজিদের বিপক্ষে এ ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলতে দেখা গেছে রোহিত শর্মাদের।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আজ টসে হেরেছেন রোহিত। টসে জিতে আগে ব্যাটিং করছে অজিরা। এদিকে ফিল্ডিংয়ে থাকা রোহিতদের গাতে দেখা গেছে কালো আর্মব্যান্ড।
বিজ্ঞাপন
ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি স্পিনার পদ্মকর শিভালকরের স্মরণে আজ হাতে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত। গতকাল ৮৪ বছর বয়সে মারা গেছেন শিভালকর।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৪ ম্যাচে ৫৮৯ উইকেট নিয়েছেন শিভালকর। নিজের ক্যারিয়ারে ৪২ বার ৫ উইকেট পেয়েছেন তিনি। এছাড়া ১০ বার ১০ উইকেটও পেয়েছেন তিনি।
শিভালকরের মৃত্যুতে বিসিসিআই শোক প্রকাশ করে বলেছে, ‘শ্রী পদ্মকর শিভালকরের অপ্রত্যাশিত মৃত্যুতে বিসিসিআই গভীরভাবে শোকাহত। তিনি ২০২৫ সালের ৩ মার্চ মারা গেছেন। ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বাঁহাতি স্পিনার তাঁর অসাধারণ দক্ষতা এবং খেলার প্রতি ভালোবাসার কারণেই বিখ্যাত।’