গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ‘এ’ দল সফর করার কথা ছিল বাংলাদেশে। কিন্ত তখন রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশের পরিস্থিতির অবনতি হয়। যে কারণে তখন সিরিজটি স্থগিত করা হয়।
তবে ফের সেটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করছে বিসিবি। তারই অংশ হিসেবে নিউজিল্যান্ডের প্রতিনিধিদল এসেছে বাংলাদেশে। আজ (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছে নিউজিল্যান্ডের দুই সদস্যের প্রতিনিধি দল।
বিজ্ঞাপন
মিরপুর স্টেডিয়ামের সবকিছু কিউই দুই সদস্যের প্রতিনিধি দল সফর পূর্ব প্রস্তুতি হিসেবে ঘুরিয়ে দেখান বিসিবির ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস। আরও একদিন ভেন্যু ও বিসিবির সুযোগ সুবিধা ঘুরে দেখবেন তারা।
পূর্বের সূচিতে দুটি চার দিনের ম্যাচ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল। আবারও দুই ফরম্যাটের দুই সিরিজ আয়োজন করতে প্রস্তুত বিসিবি। তবে এখনো চূড়ান্ত হয়নি সূচি। বিসিবি সূত্রে জানা গেছে, মে মাসে অনুষ্ঠিত হতে পারে এই সফর।