বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

বাবর আজমসহ তিন তারকা ক্রিকেটারকে দল থেকে বাদ দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

বাবর আজমসহ তিন তারকা ক্রিকেটারকে দল থেকে বাদ দিল পাকিস্তান

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রআফি আয়োজন করেছিল পাকিস্তান। তবে এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়নদের ভরাডুবি হয়েছে। মোহাম্মদ রিজওয়ানের দল কোনো ম্যাচে না জিতেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। এদিকে আইসিসি টুর্নামেন্টে ম্যান ইন গ্রিনদের হতাশাজনক মিশনের পর থেকেই গুঞ্জন ছিল যে দল থেকে বাদ পড়তে পারেক কয়েকজন সিনিয়ির ক্রিকেটার। অবশেষে তাই সত্যি হয়েছে।

আগামী ১৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি–টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য আজ ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


বিজ্ঞাপন


নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে। সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য নিয়োগ করা হয়েছে নতুন অধিনায়ক। টি-টোয়েন্টিতে এ সিরিজে দলকে নেতৃত্ব দিবেন সালমান আলী আঘা, আর সহকারী অধিনায়ক থাকবেন শাদাব খান।

এদিকে টি-টোয়েন্টি দলে বাবর-রিজওয়ান ও নাসিম না থাকলেও আছেন ওয়ানডে দলে। একদিনের ক্রিকেটে ঠিকই নেতৃত্ব দিবেন রিজওয়ান। আবার ওয়ানডের স্কোয়াদে জায়গা পাননি শাহ্ন আফ্রিদি।

পাকিস্তানের টি–টোয়েন্টি দল

আগা সালমান (অধিনায়ক), শাদাব খান (সহ–অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নেওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হারিস, ইরফান খান, ওমেইর বিন ইউসুফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম ও উসমান খান।


বিজ্ঞাপন


পাকিস্তানের ওয়ানডে দল

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান (সহ–অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম–উল–হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর