গত বছর ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে কম তোলপাড় হয়নি। রিয়ালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ভিনিসিউস জুনিয়রই এ পুরস্কার জিতবেন এমনটাই ধারণা করেছিলেন বেশিরভাগ ফুটবলপ্রেমী। তবে একেবারে শেষ মুহূর্তে পাল্টে যায় সবকিছু। ভিনিকে টপকে এ পুরস্কার জিতেন রদ্রি।
এদিকে ভিনি ব্যালন ডি’অর না পাওয়ায় বেশ ক্ষেপেছিল রিয়াল মাদ্রিদ। ফ্রান্স ফুটবলের দেওয়া এ পুরস্কার অনুষ্ঠান বয়কট করে ক্লাবটি। ভিনিসিউস, এমনকি তখন রিয়ালের কোনো ফুটবলারই এ পুরস্কার অনুষ্ঠানে যোগ দেয়নি।
বিজ্ঞাপন
এদিকে ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়া নিয়ে এতদিন পর মুখ খুলেছেন ভিনিসিউস। সেখানে তিনি নিজেই জানিয়েছেন কেনো অনুষ্ঠানে যোগ দেননি তিনি।
রিয়ালের পক্ষ থেকেই তাঁকে ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যেতে বলা হয় জানিয়ে ভিনি বলেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’
কখনো ডি’অর জেতার স্বপ্ন দেখেননি জানিয়ে ভিনি আরও বলেন, ‘আমি কখনো এটা (ব্যালন ডি’অর) জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু অবশ্যই আপনি যদি এত কাছে যাবেন, তখন সেটা পেতে চাইবেন। তবে আমার পুরস্কার জেতার অন্য এবং এই ক্লাবের হয়ে ট্রফি জেতার অন্য সুযোগ আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি দুটি ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছি। আমি আরও জেতার জন্য এখানে আছি।’
রিয়ালের হয়ে আরও অনেক ইতিহাস গড়তে চান জানিয়ে ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার আরও বলেন, ‘আমি এখানে ইতিহাস লেখার জন্য এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছে, আমি সব শোধ করতে চাই। আশা করি, আমি গোল করে যেতে পারব এবং এই জার্সি পরে আরও অনেক ম্যাচ খেলতে পারব। এখন আমি জয়ের স্বাদ পেয়েছি এবং এখানে আমার ইতিহাস লেখা শুরু করেছি। আমি আরও চাই।’