শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

রিয়ালে চুক্তি নবায়ন করতে চান ভিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ০২:১২ পিএম

শেয়ার করুন:

রিয়ালে চুক্তি নবায়ন করতে চান ভিনি

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তির মেয়াদ আছে আরও দুই বছর। তবে দুই বছরের বেশি সময় বাকি থাকতেই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নতুন চুক্তি করতে চায় রিয়াল। তবে নতুন চুক্তিতে ভিনি এখনো স্বাক্ষর করেননি, তিনি কত বেতন পেতে চান তা স্প্যানিশ জায়ান্টদের জানিয়ে দিয়েছেন। দুই পক্ষ এখনো সম্মত না হওয়ায় তাই চুক্তি স্বাক্ষর হয়নি।

এদিকে ফুটবলের দলবদলের বাজারে ইউরোপিয়ান ক্লাবগুলোর জন্য নতুন এক আতঙ্কের নাম সৌদি প্রো লিগ। সৌদি ক্লাবগুলো বসে আছে টাকার থলে হাতে নিয়ে, তরুণ তারকা ফুটবলারদের দলে নিতে কাড়িকাড়ি অর্থ ঢালতেও দ্বিধা করছে না দলগুলো। সৌদি ক্লাবগুলোর আগ্রহ আছে ভিনিকে নিয়েও। বাতাসে গুঞ্জন ভাসে সৌদিতে যাচ্ছেন ব্রাজিল এই তারকা। 


বিজ্ঞাপন


রিয়ালে ভিনির চুক্তি ২০২৭ পর্যন্ত। তার রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। গত বছরও ইএসপিএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, এই উইঙ্গারকে পেতে প্রবল আগ্রহী সৌদি আরব। যদিও তখনও রাজি হননি ভিনিসিয়ুস।

আজ রাতে চ্যাম্পিয়নস লিগে আতলেটিকো মাদ্রিদের সঙ্গে সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি এলেই ২৪ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘আমি খুবই শান্ত আছি। আমার চুক্তি ২০২৭ পর্যন্ত এবং আশা করি, যত দ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে পারব। রিয়ালে আমি খুবই খুশি। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলছি, সেরা কোচ, সেরা প্রেসিডেন্ট… সবাই আমাকে এখানে অনেক ভালোবাসে। এখানকার চেয়ে ভালো আর কোথাও থাকতে পারতাম না।’

ক্লাবের কিংবদন্তিদের কাতারে নাম লেখাতে চেয়ে তিনি বলেন, ‘আশা করি, এখানে আরও গোল করতে পারব, এই জার্সি গায়ে আরো অনেক ম্যাচ খেলতে পারব। ছেলেবেলা থেকেই আমার স্বপ্ন ছিল এখানে খেলার। এখন আমি এখানে। আরো অনেক কিছু জিততে পারি এবং এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পারি। এত এত কিংবদন্তি এখানে খেলেছেন, কাজটা সহজ নয়।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর