রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

সেমিতে রিজার্ভ ডেতেও খেলা না হলে যে দল ফাইনালে উঠবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

সেমিতে রিজার্ভ ডেতেও খেলা না হলে যে দল ফাইনালে উঠবে

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনাল ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। গ্রুপ পর্ব শেষে চার দল নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট। ভারত তাদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর ঠিক হয়ে গেছে শেষ চারের লড়াই।

প্রথম সেমিফাইনালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও অস্ট্রেলিয়া। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৫ মার্চ লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারত জয় পেলে আগামী ৯ তারিখ ফাইনাল হবে দুবাইয়ে। আর ভারত হারলে অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে। ৯ তারিখের ফাইনাল হবে লাহোরে। 


বিজ্ঞাপন


এবারের চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান পর্বে দুটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এছাড়াও কয়েকটি ম্যাচে হানা দেয় বেরসিক বৃষ্টি। তাই অনেকেরই প্রশ্ন জাগছে, সেমিফাইনালের লড়াইয়ে বৃষ্টি হানা দিলে ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে? বিশেষ করে একটি সেমিফাইনাল যেহেতু পাকিস্তানেই হচ্ছে।

ভক্তদের জন্য স্বস্তির খবর হচ্ছে, সেমিফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে। ৪ মার্চ নির্ধারিত দিনে প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালে পরদিন রিজার্ভ ডেতে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালেও রিজার্ভ ডে থাকছে। তবে বেরসিক বৃষ্টি যদি রিজার্ভ ডেতেও পণ্ড করে, তাহলে ম্যাচের ভাগ্য নির্ধারণ কিভাবে হবে? 

শুধু রিজার্ভ ডে’ই নয়, পুরো ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টাই করছে আইসিসি। প্রত্যেক ম্যাচের মূল দিন এবং রিজার্ভ দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ থাকছে। আইসিসি জানিয়েছে, সেমিফাইনাল-ফাইনালের ফল নির্ধারণে ওভার বাড়ানো হয়েছে। ফলের জন্য নকআউট ম্যাচের ক্ষেত্রে প্রতিটি দলের অন্তত ২৫ ওভার খেলা বাধ্যতামূলক, যা গ্রুপ পর্বে কমপক্ষে ২০ ওভারের বেশি হলেই হতো।

নির্ধারিত দিনে ম্যাচ শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এজন্য প্রয়োজনে ওভার কমিয়ে সর্বনিম্ন প্রয়োজনীয় সংখ্যায় আনা হতে পারে। যদি নির্ধারিত দিনে খেলা শুরু হয়, কিন্তু পরবর্তীতে রিজার্ভ দিনের প্রয়োজন হয়, তাহলে খেলা একই জায়গা থেকেই শুরু হবে যেখানে থেমেছিল, নতুন করে ম্যাচ শুরু হবে না।


বিজ্ঞাপন


যদি বৃষ্টির কারণে কোনো সেমিফাইনালে রিজার্ভেও ফলাফল নির্ধারণ করা না যায়, তাহলে গ্রুপপর্বে শীর্ষে থাকা দল পাবে ফাইনালের টিকিট। এক্ষেত্রে ফাইনালের মঞ্চে উঠবে ভারত ও সাউথ আফ্রিকা। যা গ্রুপ রানার্সআপ হওয়া দলের জন্য প্রযোজ্য নয়। আর ফাইনাল ম্যাচের মূল দিন ও রিজার্ভ ডেতেও খেলা না হলে, ট্রফি ভাগাভাগি করে দেয়া হবে। তথা, দেখা মিলবে যৌথ চ্যাম্পিয়নের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর