রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

অধিনায়কের নাম ঘোষণা কলকাতা নাইট রাইডার্সের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় এ ফ্র্যাঞ্চাইজি লিগের গতবারের আসরে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল শাহরুখ খানের দল। এদিকে গতবার কেকেআরকে শিরোপা জেতানো অধিনায়ক শ্রেয়াস আই্যার এবার দল পাল্টেছেন। নিলাম থেকে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। তাই এবারের আসরে নাইট রাইডার্সদের অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু থেকেই ছিল জল্পনা-কল্পনা। 

আইপিএলের এবারের আসর মাঠে গড়াবে আগামী ২২ মার্চ থেকে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা, ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবারের আসরকে সামনে রেখে আজ অধিনায়কের নাম জানিয়েছে কেকেআর। 


বিজ্ঞাপন


ধারণা করা হয়েছিল, এবার কলকাতার অধিনায়ক হবেন ভেঙ্কটেশ আইয়্যার। তবে তা হয়নি, অধিনায়ক হিসেবে ভারতের সাবেক ক্রিকেটার অজিঙ্কা রাহানেকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর ভেঙ্কটেশকে করা হয়েছে সহকারী অধিনায়ক। 

রাহানেকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়ে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর বলেন, “অজিঙ্ক রাহানের মতো এক জন নেতা পেয়ে আমরা খুব খুশি। রাহানের মধ্যে নেতা হিসাবে অভিজ্ঞতা এবং পরিণতবোধ রয়েছে। বেঙ্কটেশ আয়ারও দীর্ঘ দিন ধরে এই দলের হয়ে খেলছে। ওর মধ্যেও নেতা হওয়ার প্রচুর গুণ রয়েছে। আশা করি এই দু’জনে মিলে ট্রফি ধরে রাখার জন্য সব রকম চেষ্টা করবে।”

অধিনায়কের দায়িত্ব পেয়ে রাহানে বলেছেন, “কেকেআরের নেতা হওয়ার দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আইপিএলের অন্যতম সফল দলগুলির মধ্যে একটি কেকেআর। আমাদের দুর্দান্ত এবং ভারসাম্যযুক্ত একটা দল রয়েছে। সবার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। ট্রফি ধরে রাখতে মরিয়া।”


বিজ্ঞাপন


এদিকে অধিনায়ক হিসেবে রাহানে নতুন নন। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়া ছাড়াও ভারতকেও নেতৃত্ব দিয়ে সফলতা এনে দিয়েছেন তিনি। তার অধীনেই। ২০২০-২১ অস্ট্রেলিয়া সিরিজে বোর্ডার-গাভাস্কাত ট্রফিতে অজিদের হারিয়েছিল ভারত। বিরাট কোহলি প্রথম টেস্ট খেলে দেশে ফিরে যাওয়ার পর বাকি তিনটি টেস্টে দেশকে নেতৃত্ব দেন রাহানেই। 

ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে রাহানের। সম্প্রতি মুম্বই রাজ্য দলকে গোটা মরসুমে দু’টি ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন। এ বার রাহানের নেতৃত্বে মুম্বাই রঞ্জির সেমিফাইনালে খেলেছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন