চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে সেমিফাইনালে কোন চার দল খেলবে তা ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা- এ চার দলের মধ্যে ভারত ছাড়া বাকি তিন দলকেই একাধিক ভেন্যুতে ভ্রমণ করতে হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ খেলার জন্য। ব্যতিক্রম শুধু ভারত।
পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানানোয় তাদের ম্যাচগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। অন্যান্য দলগুলোকে যখন নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলার জন্য ভ্রমণের ধকল নিতে হয়েছে, খেলতে হয়েছে অচেনা কন্ডিশনে তখন রোহিত শর্মারা একই ভেন্যুতে খেলছেন সব ম্যাচ। এমনকি তারা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিও খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই।
বিজ্ঞাপন
ভারতকে তাই এবারের আসরে ভ্রমণের ধকল পোহাতে হচ্ছে না, ম্যাচগুলোও খেলছে চেনা কন্ডিশনে একই মাঠে। তাই রোহিত শর্মার দল টুর্নামেন্টে বাড়তি সিবিধা পাচ্ছে এমন অভিযোগ করেছেন সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারই।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে লড়াইয়ে নামার আগে এ বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে রোহিতকেও। এ বিষয়ে তিনি বলেন, বিষয়টা এমন নয় যে আমরা আগে থেকেই জানি পিচ কেমন আচরণ করবে। আমরা জানি না সেমিফাইনালে কোন উইকেট ব্যবহার করা হবে। তবে যে উইকেটেই খেলা হোক না কেনো আমাদেরও তাতে মানিয়ে নিতে হবে। আর দুবাই আমাদের ঘরের মাঠ নয়। এটা দুবাই, আমরা এখানে খুব বেশি ম্যাচ খেলি না। আমাদের জন্যও এটা নতুন।
এবারের আসরে ভারত এখনো পর্যন্ত যে তিনটি ম্যাচ খেলেছে, এই তিন ম্যাচের খেলা হয়েছে দুইটি উইকেটে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের উইকেট ছিল একই। আর পাকিস্তানের বিপক্ষে খেলেছে অন্য উইকেটে। পাকিস্তানের বিপক্ষে যে উইকেটে খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটিও একই উইকেটে হবে।
রোহিত বলেন, আমরা যে তিন ম্যাচে খেলেছি, এসব ম্যাচে উইকেট ভিন্ন ব্যবহার করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দেখেছি, ওদের বোলারদের বল সুইং করেছে, কিন্তু আমাদের বোলারদের হয়নি, এছাড়া সন্ধ্যা সময় কিছুটা ঠান্ডা পড়ে, তখন বল সুইং হতে পারে। আমরাও জানি না কোন উইকেট কেমন করবে।