বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

সিনেমা বানাতে চাওয়া বরুণ ৫ উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

সিনেমা বানাতে চাওয়া বরুণ ৫ উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা নিশ্চিতের লক্ষ্যে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। এই ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অভিষেক ম্যাচে খেলতে নেমেছিলেন বরুণ চক্রবর্তী। ভারতের হয়ে কেবল দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা এ স্পিনার ম্যাচ শুরুর আগে চাপে থাকলেও করেছেন বাজিমাত। ৫ উইকেট নিয়ে রোহিত শর্মাদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

ভারতের জার্সিতে বরুণের অভিষেক ২০২১ সালে। সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচে খেলেছেন তিনি, তবে উইকেট না পাওয়ায় দল থেকে বাদ পড়েন। এরপর আবার তিনি ফিরেন গত বছর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। টাইগারদের বিপক্ষে সিরিজ দিয়েই নজর কাড়েন তিনি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নেন ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ম্যাচেও।


বিজ্ঞাপন


এরপর বরুণ জায়গা পান চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা না হলেও গতকাল একাদশে ছিলেন তিনি। আর প্রথম ম্যাচে খেলতে নেমেই বাজিমাত করেছেন তিনি। ৫ উইকেট নিয়ে সেমিফাইনালে খেলার দাবিদারও এখন এই স্পিনার।

এদিকে ভারতের এই জয়ের নায়ক এক সময় ছিলেন স্থপতি। এমনকি সিনেমাও বানাতে চেয়েছেন। তবে এরপর পথ পরিবর্তন করে বনে যান ক্রিকেটার। গতকাল ভারতকে ম্যাচ জেতানোর পর এমন কথাই জানিয়েছেন বরুণ।

বরুণ বলেন, ‘সত্যি বলতে, শুরুর দিকে আমি নার্ভাস ছিলাম। কারণ, ভারতের হয়ে আমি বেশি ওয়ানডে খেলিনি। তবে খেলা কিছু দূর এগিয়ে যাওয়ার পর ভালো বোধ করতে থাকি। তারা (কোহলি, রোহিত ও পান্ডিয়া) বলের পর বল আমার সঙ্গে কথা বলেছে এবং উদ্বেগ দূর করতে সাহায্য করেছে।’

এদিকে গতকালের ম্যাচে বোলিং করা নিয়ে বরুণ বলেন, ‘বল খুব বেশি বাঁক খাচ্ছিল না। তবে সঠিক জায়গায় বল ফেলতে পারলে সহায়তা পাওয়া যাচ্ছিল। কুলদীপ, জাড্ডু (জাদেজা) এবং অক্ষর যেভাবে বল করেছে, এমনকি পেসাররাও...আসলে এই জয় পুরোপুরি দলীয় প্রচেষ্টার ফসল।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর