এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কত যে বিতর্ক আর আলোচনা-সমালোচনা হলো। এমনকি টুর্নামেন্ট শেষ দিকে চলে এলেও বিতর্ক পিছু ছাড়ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে আয়োজক পাকিস্তান। তবে দেশটিতে গিয়ে আপত্তি জানায় ভারত, এ কারণে রোহিত শর্মারা নিজেদের ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতে।
এবারের আসরে ভারত ছাড়া অংশ নেওয়া বাকি ৭টি দলকেই তাই বিড়ম্বনা সহ্য করতে হচ্ছে। ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ কারণে রোহিতরা একই হোটেলে থেকে একই কন্ডিশনে, একই ভেন্যুতে নিজেদের সব ম্যাচ খেলতে পারছেন। তবে অন্য দলগুলোর ভ্রমণের বিড়ম্বনা সহ্য করতে হচ্ছে।
বিজ্ঞাপন
শুধু তাই নয়, শুধুমাত্র ভারতের জন্য সেমিফাইনালের সূচি নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে। ভারতের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এমনকি রোহিতরা ফাইনাল নিশ্চিত করলে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে। আর না হলে ফাইনাল হবে লাহোরে।
এদিকে সেমিফাইনাল নিশ্চিত হলেও ম্যাচ ভারতের সঙ্গে হবে নাকি নিউজিল্যান্ডের সঙ্গে হবে তা নিশ্চিত ছিল না অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা কোনো দলেরই। এ কারণে দুই দলকেই দুবাইয়ে যাওয়ার বিড়ম্বনা পোহাতে হয়েছে। তবে ভারতকে এ সব সমস্যা নিয়ে ভাবতে হচ্ছে না।
এদিকে টুর্নামেন্টে ভারতের এমন সুবিধা পাওয়ার দায় অবশ্য আইসিসিকে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস। তিনি বলেন, “মানুষ যখন এটা (ভারত বাড়তি সুবিধা পাচ্ছে) বলে, তখন তাদের একটা যুক্তি থাকতে পারে। আমার মনে হয় এটা (এমন সূচি) রাজনীতির কারণে হয়েছে-আমি রাজনৈতিক দিকে ঢুকতে চাই না। তবে আমি বিশ্বাস করি, ক্রিকেট পরিচালনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, সেটা হলো আইসিসি, তারাই সমস্যা করছে বলে আমার মনে হয়।”
তিনি আরও বলেন, “আমি চাই তারা এর একটি উত্তর নিয়ে সামনে আসুক। কেন? তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা হচ্ছে? সত্যি কথা বলতে আমি এটা বিশ্বাস করি, এমন একটি জিনিস যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে, ভক্ত এমনকি শত্রুদেরও, সেটা হলো খেলাধুলা।”
বিজ্ঞাপন